এর আগে মঙ্গলবার (১৩ মে) বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জের মোল্লারচর এলাকার কাছে ধলেশ্বরী নদীর মাঝপথে এ দুর্ঘটনা ঘটে।
মুখোমুখি সংঘর্ষের ফলে উভয় নৌযানই আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এমভি ময়ূর-৭ সদরঘাট থেকে যাত্রী নিয়ে চাঁদপুর যাচ্ছিল, আর বিপরীত দিক থেকে আসছিল বালুবাহী বাল্কহেড রেদোয়ান রিয়াদ-১। মাঝনদীতে উভয় নৌযানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে ট্রিপল মার্ডার: তিনজনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন
দুর্ঘটনার পরপরই নদীতে চলাচলরত এমভি ঈগল-৪ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ময়ূর-৭ লঞ্চে থাকা প্রায় ২৫০ যাত্রীকে নিরাপদে উদ্ধার করে।
আরও পড়ুন: মুন্সীগঞ্জের সিভিল সার্জনের বিরুদ্ধে অনিয়মের বিস্তর অভিযোগ
ময়ূর-৭ লঞ্চের মালিক পক্ষের ফয়েজ আহাম্মেদ ঘটনাস্থলে বৃহস্পতিবার বিকেলে জানান, নৌযান দুটি নিরাপদে সরিয়ে নিতে প্রয়োজনীয় কাজ চলছে, তবে তিন তলা লঞ্চটির বেশ কিছু অংশ বাঙ্কহেডের উপর উঠে গেছে। অন্য লঞ্চ দিয়ে টেনেও নামানো যাচ্ছে না।
]]>