দুই সহকারী কোচকে ছাঁটাই করতে পারে ভারত

৩ সপ্তাহ আগে
আইপিএল পরবর্তী ভারতের ক্রিকেট ব্যস্ততা শুরু হবে ইংল্যান্ড সিরিজ দিয়ে। ইংল্যান্ডে সেই সফরে পাঁচটি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। তার আগে ছাঁটাই হতে পারেন ভারতের দুই সহকারী কোচ।

রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হওয়ার সময় গৌতম গম্ভীর নিজের পছন্দে দুজন সহকারী কোচ নিয়োগ করেন। তারা হলেন- অভিষেক নাইয়ার ও রায়ান টেন ডেসকাট। বোলিং কোচ করা হয় মরনে মরকেলকে, আগে টি দিলিপ পালন করছেন ফিল্ডিং কোচের দায়িত্ব। গম্ভীরের সাপোর্ট স্টাফে আরও একাধিক সদস্য আছেন।


গম্ভীরের সাপোর্ট স্টাফে তিনজন থ্রো ডাউন বিশেষজ্ঞ, দুজন ম্যাসাজ থেরাপিস্ট, একজন সিনিয়র এবং জুনিয়র ফিজিওথেরাপিস্ট, একজন ডাক্তার, একজন নিরাপত্তারক্ষী, অপারেশন্স ম্যানেজার, কম্পিউটার অ্যানালিস্ট, কয়েকজন লজিস্টিক্যাল এবং মিডিয়া ম্যানেজার রয়েছেন।


আরও পড়ুন: কোচ হলে রোহিতকে ২০ কিমি দৌড় করাতেন যুবরাজের বাবা


গম্ভীরের বহরে এতবড় সাপোর্ট স্টাফ রাখতে চাইছে না টিম ইন্ডিয়া। এদের মধ্যে থেকে ছেঁটে ফেলে হতে পারে অভিষেক নায়ার ও টি দিলিপকে। সেক্ষেত্রে দিলিপের অনুপস্থিতিতে ফিল্ডিং কোচের দায়িত্ব সামলাবেন ডেসকাট। ২৯ মার্চ গুয়াহাটিতে বিসিসিআইয়ের হাইপ্রোফাইল এক বৈঠক আছে। সেখানে উপস্থিত থাকবেন বোর্ডের সচিব দেবজিত সাইকিয়া, নির্বাচক প্রধান অজিত আগারকার এবং কোচ গৌতম গম্ভীর। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওই বৈঠকে সহকারী কোচদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


২০ জুন থেকে ইংল্যান্ডে ৪৫ দিনের সফর শুরু হবে ভারতের। ওই সফরে পাঁচটি টেস্ট খেলবে তারা। তার আগে মে-জুন মাসে ইংল্যান্ডের ‘এ’ দলের বিরুদ্ধে দুটি চার দিনের ম্যাচ খেলবে ভারত ‘এ’ দল। সেখানে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার খেলবেন।

]]>
সম্পূর্ণ পড়ুন