দুই ডাকের পর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে দোলার সেঞ্চুরিটি মেয়েদের নারী ক্রিকেট লিগে তৃতীয়। একই মাঠে যার শুরুটা করেছিরেন নিগার সুলতানা জ্যোতি, এরপর ওই ম্যাচেই শতক তুলে নেন ফারজানা হক পিংকী। জ্যোতি ১৫৩ ও পিংকী ১০২ রান করেন। দোলার ইনিংসটি সাজানো ১১টি চার ও ২ ছয়ের মারে।
আরও পড়ুন: ভারতের কাছে হেরে শিরোপা খোয়ালো বাংলাদেশ
দোলার সতীর্থ জান্নাতুল ফেরদৌস তিথি ৬৫ ও শারমিন আক্তার সুপ্তা করেন ৬২ রান। তাতে ৮ উইকেটে ৩১৬ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে পূর্বাঞ্চল। দক্ষিণাঞ্চলের হয়ে নাহিদা আক্তার ৩ ও লতা মণ্ডল ২টি করে উইকেট পান। পূজা চক্রবর্তী, স্বর্ণা আক্তার ও সুবর্ণা কর্মকার নেন একটি করে উইকেট।
আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের
আরেক ম্যাচে উত্তরাঞ্চলের ২৩৮ রানে গুটিয়ে যাওয়ার দিনে ২২ রানে ৩ উইকেট নিয়েছেন দক্ষিণাঞ্চলের সালমা আক্তার। উত্তরাঞ্চলের কেউ পঞ্চাশও করতে পারেননি। মিষ্টি রাণি করেন সর্বোচ্চ ৪৭। জবাবে ২ উইকেটে ৫১ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে দক্ষিণাঞ্চল।