গত শনিবার (৭ ডিসেম্বর) লা লিগার ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের ম্যাচে লাল কার্ড দেখেছিলেন বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক। যে কারণে তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। ফলে লিগে আগামী দুই ম্যাচে টাচলাইনের পাশে দাঁড়াতে পারবেন না এই জার্মান কোচ।
হ্যান্সি ফ্লিকের বিরুদ্ধে এই দুই ম্যাচের নিষেধাজ্ঞা লেগানেস এবং অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে লা লিগার পরবর্তী দুই ম্যায়ে কার্যকর হবে। তবে ইএসপিএন বার্সেলোনার সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ক্লাবটি এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে।
আরও পড়ুন: ৩২ দলের নারী বিশ্বকাপ ৩২ দিনেই শেষ
লা লিগায় বেতিসের বিপক্ষে দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্লিক। ফ্রেঙ্কি ডি ইয়ং বেতিসের ভিতর রকিকে চ্যালেঞ্জ করলে রেফারি পেনাল্টি উপহার দেয় স্বাগতিকদের, সফরকারই দলের কোচ এই সিদ্ধান্তের বিরোধিতায় রেফারির সঙ্গে বচসায় জড়ান।
রেফারি তার ম্যাচ রিপোর্টে উল্লেখ করেন, এই জার্মান ম্যানেজার (ফ্লিক) তার টেকনিক্যাল এরিয়া থেকে ছুটে এসে চিৎকার করেন, আক্রমণাত্মক অঙ্গভঙ্গিতে রেফারির সিদ্ধান্তের বিরোধীতা করেন।' ফ্লিক অবশ্য এই অভিযোগ অস্বীকার করেন। তার প্রতিক্রিয়া রেফারির উদ্দেশ্যে ছিল না বলে দাবি করেন তিনি।
শেষ পর্যন্ত বার্সেলোনার আপিল যদি ধোপে না টেকে তবে লেগানেস এবং অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে লিগের আগামী দুই ম্যাচে ফ্লিককে বেঞ্চে বসে থাকতে হবে। তার বদলি হিসেবে তার সহকারী মার্কাস সর্জ এই দুই ম্যাচে ডাগআউটে দাঁড়িয়ে দল পরিচালনা করবেন।
আরও পড়ুন: মাইলফলক ছোঁয়ার দিনেই চোট নিয়ে মাঠের বাইরে এমবাপ্পে
আগামী ১৫ ডিসেম্বর লেগানেস এবং ২১ ডিসেম্বর অ্যাতলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সা। এই দুই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বেশ চাপে আছে কাতালান জায়ান্টরা। লিগে শেষ পাঁচ ম্যাচের মাত্র একটিতে জিতেছে তারা। হেরেছে দুটি ম্যাচে। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান নেমে এসেছে ২ পয়েন্টে। লস ব্লাঙ্কোরা অবশ্য একটি ম্যাচ কম খেলেছে।
বার্সেলোনা ১৭ ম্যাচে ১২ জয় ও ২ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদ ১৬ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট সংগ্রহ করেছে। তিনে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের রিয়ালের সমান ম্যাচে সংগ্রহ ৩৫ পয়েন্ট।