দুই ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতল বেনজেমার দল

১ সপ্তাহে আগে
সৌদি প্রো লিগে বৃহস্পতিবার (১৫ মে) রাতে আল রায়েদকে ৩-১ গোলে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখে ট্রফি উঁচিয়ে ধরল আল ইতিহাদ। এক মৌসুম পর লিগ শিরোপা পুনরুদ্ধার করল ক্লাবটি। এনিয়ে দশমবার লিগ শিরোপা জিতল ইতিহাদ।

ম্যাচের নবম মিনিটে গোল হজম করে বসে ইতিহাদ। আল রায়েদের হয়ে গোল করেন ওমার গনজালেজ। তবে প্রথম হাফেই লিড নিয়ে নেয় বেনজেমা-কন্তেরা। ২১তম মিনিটে স্টিভেন বার্গউইজনের গোলে সমতায় ফেরে ইতিহাদ। এরপর পেরেইরা গোল করেন ৪০তম মিনিটে।


দ্বিতীয় হাফের দ্বিতীয় (৪৭তম) মিনিটে আব্দুল রহমানের গোলে শিরোপার পথে এগিয়ে যায় দলটি। শেষ পর্যন্ত ম্যাচটি ৩-১ স্কোরলাইনেই শেষ হয়। ইউরোপিয়ান ফুটবল রাঙিয়ে ২০২৩ সালে সৌদি আরবে পাড়ি জমান করিম বেনজেমা ও এনগোলো কন্তেরা। ক্লাবটিতে দ্বিতীয় মৌসুমেই লিগ শিরোপা জয়ের আনন্দে ভাসলেন তারা।


আরও পড়ুন: চিলি-কলম্বিয়ার ম্যাচের প্রাথমিক দল ঘোষণা আর্জেন্টিনার, ফিরলেন মেসি 


এবারের লিগে দুর্দান্ত ফর্মে ছিলেন করিম বেনজেমা। ২৮ ম্যাচ খেলে ২১টি গোল করার পাশাপাশি ৯টি অ্যাসিস্ট করেছেন ফরাসি তারকা। চলতি মৌসুমে এখন পর্যন্ত মাত্র তিনটি ম্যাচ হেরেছে ইতিহাদ।


৩২ ম্যাচে ২৪ জয় ও পাঁচ ড্রয়ে তাদের পয়েন্ট ৭৭। এক ম্যাচ কম খেলে ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে গতবারের চ্যাম্পিয়ন আল হিলাল।  

]]>
সম্পূর্ণ পড়ুন