নতুন ঘোষিত কমিটিতে সহ-সভাপতি ৬০ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৯২ জন, সহ-সাধারণ সম্পাদক ৬৩ জন, সহ-সাংগঠনিক সম্পাদক ৬৪ জন এবং সদস্য রয়েছেন ৬২ জন।
এছাড়া বিভিন্ন দপ্তর, গবেষণা, সাহিত্য ও প্রকাশনা, মানবাধিকার এবং ছাত্রী কল্যাণ সম্পাদকসহ একাধিক পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে।
২০২৩ সালের ১২ আগস্ট পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেছিল কেন্দ্র। তাতে সভাপতি ছিলেন রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আলাউদ্দিন মহসিন এবং সাধারণ সম্পাদক ছিলেন একই বিভাগের আব্দুল্লাহ আল নোমান। সিনিয়র সহ-সভাপতি ছিলেন মামুন উর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন এবং সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়।
আরও পড়ুন: চট্টগ্রামে যুবদলের দুপক্ষের সংঘর্ষ, গুলিতে ছাত্রদল কর্মী নিহত
ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী একটি কমিটির মেয়াদ দুই বছর হলেও, নানা জটিলতার কারণে প্রায় ২৫ মাস পর পূর্ণাঙ্গ কমিটি দেয়া হলো।
নতুন ঘোষিত ৪২০ সদস্যবিশিষ্ট কমিটিতে ১০ জন নারী নেত্রী স্থান পেয়েছে। সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সুমি আক্তার। যুগ্ম সাধারণ সম্পাদক পদে চারজন নারী—জেরিন বড়ুয়া শুভ, ফাহমিদা আক্তার, নুজহাত জাহান ও কানিজ ফাতিমা দায়িত্ব পেয়েছেন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক সিদরাতুল মুনতাহা অমি, মানবাধিকার সম্পাদক তামন্না খান, ছাত্রী কল্যাণ সম্পাদক শ্রুতিরাজ চৌধুরী এবং সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক হিসেবে নুসরাত জাহান ও সাদিয়া সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি হওয়ার কথা থাকলেও তা হতে সময় লেগেছে দুই বছরের বেশি।

৩ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·