গ্রেফতাররা হলেন, আল আমিন ব্যাপারী (২৪), রোহান রনি (১৯), তানজিল ইসলাম (১৯) ও তৌহিদ ইসলাম (১৮)।
তারা সবাই বগুড়া শহরের উত্তর চেলোপাড়া এলাকার বাসীন্দা ৷
পুলিশের দাবি, গ্রেফতার চারজন কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য ও গত মঙ্গলবার পুলিশের দুই কর্মকর্তার ওপরে হামলার ঘটনায় জড়িত।
আরও পড়ুন: বগুড়ায় দুই সাংবাদিককে মারধর, কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক
এর আগে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে বগুড়ায় দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল হেফাজতে নিতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হন ৷ শহরের কালিতলা মোড়ে মব তৈরি করে কিশোর গ্যাংয়ের সদস্যরা এই হামলার ঘটনা ঘটায় ৷
আহত দুই পুলিশ কর্মকর্তা বগুড়া সদর থানার ফুলবাড়ি ফাঁড়ির উপপরিদর্শক আব্দুর রহমান ও সহকারী উপপরিদর্শক আহম্মদ আলী ৷ তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে দু'জন ব্যক্তির মাঝে মারামারি হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা শহরের কালিতলা এলাকায় যান ৷ সেখানে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অজ্ঞাত এক পুরুষ ও নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান তারা। ওই সময় দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল হেফাজতে নিতে গেলে আহতদের বন্ধুরা পুলিশের উপর চড়াও হয়। তারা সেখানে মব তৈরি করে কিল-ঘুষি ও লাঠিসোঁটা দিয়ে দুই পুলিশ কর্মকর্তাকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে তারা দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি সেখান থেকে নিয়ে সটকে পড়ে ৷
আরও পড়ুন: বগুড়ায় ‘আয়নাঘর’, জঙ্গি নাটক সাজিয়ে দেয়া হতো ক্রসফায়ার!
বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈন উদ্দিন বলেন, আহত দুই পুলিশ কর্মকতা এখনও চিকিৎসাধীন আছেন ৷ ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।