কিংস অ্যারেনায় বিগ ম্যাচ। মাঠের উত্তাপের মতোই আলোচনায় গ্যালারিতে সমর্থকদের আচরণ। এই ম্যাচ ঘিরে বাফুফে নিরাপত্তা জোরদার করলেও ফুটবল উন্মাদনা দমিয়ে রাখতে পারেননি সমর্থকদের। তবে গ্যালারিতে যাই হোক, মাঠের খেলায় কিংসকে কাঁদিয়ে শেষ হাসি হেসেছে মোহামেডান।
যদিও এদিন ম্যাচের শুরু থেকেই সমানে সমানে লড়াই করেছে দু’দল। ১৮ মিনিটে ডি বক্সের বাইরে তালগোল পাকিয়ে ফেলেন কিংসের গোলরক্ষক শ্রাবন ও ডিফেন্ডার দাসিয়েল এলিস। সেখান থেকে বল পেয়ে ভুল করেন নি মোহামেডান অধিনায়ক। দলকে লিড এনে দেন সোলেমান দিয়াবাতে।
গোল খেয়েই যেনো তেঁতে উঠে বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ২৫ মিনিটে সোহেল রানা জুনিয়রের নেয়া শট মোহামেডান গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি শটে বল জালে জড়িয়ে স্বাগতিকদের সমতায় ফেরান রাকিব হোসেন। আর এই সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।
আরও পড়ুন:হামজার পর এবার কানাডা প্রবাসী সামিত যোগ দিচ্ছেন বাংলাদেশ দলে
ম্যাচের ৪৮ মিনিটেই দশ জনের দলে পরিণত হয় কিংস। ইমানুয়েল সানডেকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রিমন।
৬৬ মিনিটে মাঠে তিন পরিবর্তন আনেন কিংস কোচ ভ্যালোরি তিতা। তাতেও ভাগ্য বদলায় নি কিংসের। ৬৮ মিনিটে শট লক্ষ্যে রাখতে পারেননি লেসকানো।
৭০ মিনিটে গ্যালারিতে হট্টগোল মুখোমুখি অবস্থানে দুই ক্লাবের সমর্থকরা। হয় ঢিল ছোড়াছুড়ি। যা এসে পড়ে মাঠে। বন্ধ হয় খেলা। নিরাপত্তা কর্মীদের হস্তক্ষেপ ও দুই ক্লাবের ফুটবলাররা শান্ত করেন সমর্থকদের প্রায়। ৭ মিনিট বন্ধ থাকার পর আবারও খেলা গড়ায় মাঠে।
পুরো দ্বিতীয়ার্ধে কিংস ডমিনেট করলেও তাদের দশ জনের দলে পরিণত হওয়ার সুযোগ নেয় মোহামেডান। অবশ্য কিংসের দ্বিতীয় গোল হজমের পেছনেও ছিলো ডিফেন্ডারদের ভুল।
আরও পড়ুন: ইন্টার মায়ামিতে চুক্তি বাড়াচ্ছেন মেসি
এমানুয়েল সানডের বাড়ানোর বলে গোলরক্ষক ও ডিফেন্ডারকে বোকা বানিয়ে নিজের দ্বিতীয় গোলের পাশাপাশি মোহামেডানের জয় নিশ্চিত করেন সুলেমান দিয়াবাতে।
কিংস অ্যরেনায় পাওয়া তিন পয়েন্ট নিয়ে সন্তুষ্ট হলেও, মাঠে সমর্থকদের আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন মোহামেডান অধিনায়ক সুলেমান দিয়াবাতে।
এই জয়ে ১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেলো মোহামেডান। অন্যদিকে কাগজে-কলমে টিকে থাকলেও শিরোাপার রেইস থেকে অনেকটাই ছিটকে গেছে বসুন্ধরা কিংস।
]]>