দিল্লিতে ধসে পড়ল চারতলা ভবন, নিহত ৪

২ সপ্তাহ আগে
ভারতের দিল্লির মুস্তাফাবাদে একটি চারতল ভবন ধসে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৮ এপ্রিল) ভোররাত স্থানীয় সময় ৩টার দিকে ভবন ধসের ঘটনা ঘটে।

 

সিনিয়র পুলিশ অফিসার সন্দীপ লাম্বা সংবাদ সংস্থা এএনআইকে বলেন, খবর পাওয়ার পর জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ও পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

 

তিনি আরও বলেন, এখন পর্যন্ত চারজনের মরদেহ ও ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ৮-১০ জন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

 

আরও পড়ুন: মাস্কের সঙ্গে ফোনালাপের পর যা বললেন মোদি

 

আহতদের স্থানীয় জিটিপি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ভবন ধসের কারণ সম্পর্কে জানতে চাইলে সন্দীপ লাম্বা বলেন, তদন্ত করে বিস্তারিত ঘটনা জানানো হবে।

 

#WATCH | Latest visuals from the Mustafabad area of Delhi, where several people are feared trapped after a building collapsed today, early morning. Rescue operations underway. pic.twitter.com/X2sOUP9QLR

— ANI (@ANI) April 19, 2025

 

ডিভিশনাল ফায়ার অফিসার রাজেন্দ্র আটওয়াল জানিয়েছেন, শনিবার রাত ২টা ৫০ মিনিট নাগাদ বাড়ি ধসের খবর আসে। তিনি বলেন, ‘রাত ২টা ৫০ মিনিটের দিকে আমাদের কাছে একটি ফোন আসে যে একটি বাড়ি ধসে পড়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে জানতে পারি যে পুরো ভবনটি ধসে পড়েছে এবং লোকেরা ধ্বংসস্তূপের নীচে আটকা পড়েছে ... এনডিআরএফ, দিল্লি ফায়ার সার্ভিস মানুষকে উদ্ধারের কাজ করছে।’

 

আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

 

দিল্লির কিছু অংশে প্রবল বৃষ্টিপাত, ঝোড়ো বাতাস এবং বজ্রপাতের মধ্যে এই ভবন ধসের ঘটনা ঘটল। গত সপ্তাহে প্রবল ধূলিঝড়ের সময় মধু বিহার থানার কাছে একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে একজন নিহত ও দুজন আহত হন।

]]>
সম্পূর্ণ পড়ুন