দিনাজপুরে শোবার ঘরে নারীর গলাকাটা মরদেহ

৩ সপ্তাহ আগে
দিনাজপুরের বীরগঞ্জে দিলারা বেগম (৫৫) নামে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ মার্চ) দুপুর ৩ টায় পৌরশহরের মাকড়াই মাদ্রাসা পাড়া এলাকায় নিজ ঘরের শোবার ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত দিলারা বেগম একই এলাকার মৃত আবুল হোসেন স্ত্রী। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিলারা বেগমের স্বামী ৪ বছর আগে মারা যান। তাদের পালিত-মেয়ে আভা ও জামাই রকি বেলা ১১টায় বাসার দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে বিছানার পাশে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। এ সময় তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন জমায়েত হয়। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

আরও পড়ুন: নোয়াখালীতে অপহরণের পর সেপটিক ট্যাংকে মিলল স্কুলছাত্রের মরদেহ

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর বলেন, ‘সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমি ঘটনাস্থল পরিদর্শন করি। দিলারা বেগমের গলাকাটা অবস্থায় মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।’


তিনি আরও বলেন, প্রাথমিক ধারনা করা হচ্ছে এটা হত্যাকাণ্ড। তবে ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

]]>
সম্পূর্ণ পড়ুন