বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর ৪টার দিকে শহরের পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় অবস্থিত এলজিইডি ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ দিকে এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন: কালিয়াকৈরে ঝুট ও গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভয়াবহ আগুন
এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আমিরুল ইসলাম।
তিনি বলেন, ৫টা ১০ মিনিটের দিকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনায় আসি। এ সময় প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলি মারিয়ে একজন সহকারী প্রকৌশলী ও অন্য আরেকজনকে তিন তলার গেস্ট রুম থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে।
আরও পড়ুন: যশোরে ফার্নিচারের দোকানে আগুন, ৪০ লাখ টাকার ক্ষতি
এ দিকে এ ঘটনায় সকাল ১০টায় জেলা প্রশাসক রফিকুল ইসলাম এলজিইডি ভবন পরিদর্শন করেন। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি ফ্লোর ঘুরে দেখেন।
আগুনের ঘটনাটি নাশকতা কি না এ ব্যাপারে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান জানান, শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার কাছাকাছি। এ ব্যাপারে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। বিষয়টি ঢাকায় এলজিইডির প্রধান প্রকৌশলীকে জানানো হয়েছে।