সৌদি আরবে বিনিয়োগের সুবিধা নিয়ে শ্রমিক থেকে উদ্যোক্তা হয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন অনেক প্রবাসী বাংলাদেশি। কয়েক বছর ধরে বেড়েছে এ প্রবণতা।
সাধারণত সৌদিতে এসে নির্মাণ, ড্রাইভিং, গার্মেন্টসসহ নানা খাতে কাজ করে অর্থ সঞ্চয় করে ছোট ছোট ব্যবসায় নামছেন বাংলাদেশিরা। বিনিয়োগ করছেন রেস্তোরাঁ, ট্রাভেল এজেন্সি, কনস্ট্রাকশন কোম্পানি, ডিজিটাল মার্কেটিং, আমদানি-রফতানিসহ নানা ব্যবসায়।
আরও পড়ুন: মালয়েশিয়ায় পাসপোর্ট ও কনস্যুলার সেবা সংক্রান্ত বাংলাদেশ হাইকমিশনের জরুরি বিজ্ঞপ্তি
প্রবাসীরা বলেন, প্রবাসী অনেক বাংলাদেশি নতুন নতুন বিনিয়োগ নিয়ে এগিয়ে আসছে। এতে বাংলাদেশিদের জন্য সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থানও। এটি অত্যন্ত গর্বের বিষয়।
এছাড়া, সৌদি উদ্যোক্তাদের সঙ্গে পার্টনারশিপে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিকও হয়েছেন প্রবাসীরা। এতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সঙ্গে বাড়ছে রেমিট্যান্স প্রবাহ। আবার এসব উদ্যোগের কারণে কাজের সুযোগ পাচ্ছেন স্থানীয়রাও।
]]>