দিকভেলাকে দেয়া নিষেধাজ্ঞা তুলে নিল আইসিসি

৪ সপ্তাহ আগে
ডোপিং আইন ভাঙার অভিযোগে শুরুতে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছিলেন লঙ্কান ক্রিকেটার নিরোশান দিকভেলা। পরে সেটা তিন বছর করা হয়। দিকভেলা আপিল করার পর আইসিসি এই নিষেধাজ্ঞা তুলে নিল। ফলে তিন ফরম্যাটে খেলতে এখন আর কোনো বাধা নেই তার।

সবশেষ লঙ্কা প্রিমিয়ার লিগ চলাকালে শ্রীলঙ্কার অ্যান্টি ডোপিং এজেন্সি পরীক্ষাটি চালিয়েছিল। সেখানে আইন ভঙ্গ করেন দিকভেলা। সেটার ফলস্বরূপ আগস্টে শাস্তি পান তিনি। এক বিবৃতি দিয়ে দিকভেলার নিষিদ্ধ হওয়ার ব্যাপারটি জানায় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।


আরও পড়ুন: ২৩ কোটি ৭৫ লাখ রুপি দামের ভেঙ্কাটেশ করছেন পিএইচডি ডিগ্রি


নিষেধাজ্ঞার সিদ্ধান্তের বিরুদ্ধে বিরুদ্ধে আপিল করেছিলেন দিকভেলা। তিনি দাবি করেছিলেন, টুর্নামেন্ট চলাকালে কোনো নিষিদ্ধ পদার্থ গ্রহণ করেননি এবং চিহ্নিত পদার্থটি খেলার পারফরম্যান্স বাড়ানোর সঙ্গে সম্পর্কিত নয়। তার করা আপিল সফল হয়েছে। ফলে তার ওপর দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সব ধরনের ক্রিকেটে খেলার অনুমতি দেওয়া হয়েছে।


আরও পড়ুন: পাকিস্তান সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা দ. আফ্রিকার


শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের গত মৌসুমে গল মারভেলসে খেলেন দিকভেলা, তিনি দলটির অধিনায়ক ছিলেন। দল রানার্সআপ হলেও ব্যক্তিগতভাবে ভালো করতে পারেননি। ১০ ম্যাচে ১৮.৪০ গড় ও ১৫৩.৩৩ স্ট্রাইকরেটে ১৮৪ রান আসে তার ব্যাট থেকে।

]]>
সম্পূর্ণ পড়ুন