এবারের ঈদুল ফিতরে সারাদেশে একযোগে মুক্তি পেয়েছে ‘দাগি’। দেশের অন্যতম ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ মণিহার সিনেপ্লেক্সে গত ৩১ মার্চ ঈদের দিন থেকে চলছে এ সিনেমা।
প্রথম শো থেকেই হাউজফুল যাচ্ছে সিনেমাটি। সিনেমাটি দেখে দর্শকদের অভিমত, এটি মোটাদাগে গল্প এবং চরিত্র নির্ভর সিনেমা। নিজস্ব গল্পে, নিজস্ব ঢঙে উপস্থাপিত মানুষে মানুষে সম্পর্কের, প্রত্যহ জীবনের সিনেমা।
গল্পের প্রধান চরিত্র নিশান চরিত্রের যে উত্থান পতন, যে ভাঙা গড়া, যে দেনা পাওনা তার সাথে অদ্ভুত ভাবে মিশে যেতে পেরেছেন অভিনেতা নিশো। তার অনবদ্য অভিনয়ে চোখ ভিজেছে দর্শকদের।
সিনেমাটি হলে গিয়ে দেখার পর দর্শকরা বলছেন, অনেকদিন পর ভালো গল্প নির্ভর সিনেমা মনে দাগ কেটেছে।
গল্পের জার্নিতে এত চড়াই-উতরাই, এত আবেগ, এত মায়া আর টুইস্ট ছিল যে তারা টেরই পাননি কখন সিনেমা শেষ হয়ে গেছে।
সামিরা ইয়াসমিন নামে এক দর্শক বলেন, আফরান নিশোর ‘সুড়ঙ্গ’ সিনেমার পর এটি একটি অসাধারণ সিনেমা। তার অভিনয় অনেক সুন্দর ছিল। এই সিনেমা মনে দাগ কাটতে পেরেছে।
আহসান হাবীব নামে আরেক দর্শক বলেন, অনেকদিন এমন সিনেমা দেখা হয়নি। কখন মনের অজান্তে চোখে পানি এসে গেছে টের পাইনি। অসাধারণ এক সুপারহিট সিনেমা দেখেছি। প্রেমিক-যুগলদের এই সিনেমা অবশ্যই দেখা উচিত।
সিনেমাটি দেখার পর প্রতিক্রিয়া জানিয়ে সাজ্জাদ করিম নামে এক দর্শক বলেন, মারাত্মক মুভি। আমি নিশোর ফ্যান হয়ে গেছি। ক্লাইম্যাক্সটা ভীষণ ভালো ছিল, বেশ আবেগপূর্ণ।
নাসরিন সুলতানা নামের এক দর্শক বলেন, বাংলাদেশেও যে ভালো সিনেমা করা যায় তা গত কয়েক বছর ধরে মুক্তি পাওয়া বেশ কয়েকটি সিনেমা প্রমাণ করেছে। আফরান নিশোর ‘দাগি’ সিনেমাটি আমার কাছে অসাধারণ লেগেছে। তিনি অভিনয়ের জন্য পুরস্কার পাওয়ার হকদার।
আরও পড়ুন: ‘দাগি’ সুপারহিট, বললেন শাহরিয়ার শাকিল
সিনেমাটির চিত্রনাট্যের প্রশংসা করে নুর ইসলাম নামে এক দর্শক বলেন, ভালো গল্প, ভালো অভিনয় আমাকে তুষ্ট করেছে। এক মুহূর্তের জন্যও বোর লাগেনি। পুরোটা সময় সিনেমাটি দর্শক ধরে রেখেছে। এ ছবি সবার ভালো লাগবে। অসাধারণ গল্পের এ ছবি সবার দেখা উচিত।
এদিকে দর্শকদের সাড়া মেলায় খুশি মণিহার প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ। এ প্রতিষ্ঠানের ম্যানেজার ফারুক হোসেন জানান, ৬৬ সিটের সিনেপ্লেক্সে প্রতিদিন পাঁচটি করে প্রদর্শনী হচ্ছে। মর্নিং ও নাইট শোতে দর্শক কিছুটা কম হলেও বাকি তিনটি শো হাউসফুল যাচ্ছে।
আরও পড়ুন: সিনেমায় গান গাইলেন আফরান নিশো
তিনি সময় সংবাদকে বলেন, এমন সিনেমা বাণিজ্যিকভাবে লাভের আশা দেখাচ্ছে। আপাতত দুই সপ্তাহ এই সিনেমার প্রদর্শনী হবে। এরপর দর্শকের চাহিদা বিবেচনা করে প্রদর্শনীর সংখ্যা বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেয়া হবে।
প্রসঙ্গত, আফরান নিশোর‘দাগি’ সিনেমার পাশাপাশি মণিহার প্রেক্ষাগৃহে চলছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাও। এ সিনেমাটিও দর্শক প্রিয়তায় হাউসফুল চলছে।