দাঁড়ানো ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ২

৩ সপ্তাহ আগে
ময়মনসিংহের মুক্তাগাছায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে এসএসসি পরীক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

রোববার (২৩ মার্চ) দুপুরে মুক্তাগাছা পৌর এলাকার আরকে হাইস্কুল মাঠের সামনে এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন, উপজেলার আমোদপুর গ্রামের মাছ ব্যবসায়ী লিটন খানের ছেলে এসএসসি পরীক্ষার্থী অনন্ত খান (১৭) ও অপরজন রাসেল হোসেন (২৫) ময়মনসিংহ সদরের চর ঈশ্বরদিয়া গ্রামের আজিজুল হকের ছেলে। তিনি মুক্তাগাছা পৌর এলাকায় মোটরসাইকেলের মেকানিক হিসেবে কাজ করতেন। 

আরও পড়ুন: হিলিতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাংকলরি উল্টে নিহত ২


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে অনন্ত খান পেছনে রাসেলকে বসিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। অনন্ত খানের মোটরসাইকেল মেরামত শেষে মোটরসাইকেলটির পেছনে রাসেলকে বসিয়ে ট্রায়াল দিতে বের হয়েছিল অনন্ত খান। মুক্তাগাছা পৌর এলাকার আরকে হাইস্কুল মাঠের সামনের এলাকায় রাস্তা পার হচ্ছিলেন এক পথচারী। 


বেপরোয়া গতির কারণে অনন্ত তাকে সজোরে ধাক্কা দেন। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাকের পেছনে ধাক্কা দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।  কিন্তু অবস্থার অবনতি হলে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে অনন্ত ও রাসেলকে মৃত ঘোষণা করে চিকিৎসক।

আরও পড়ুন: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মুক্তাগাছা থানার পরিদর্শক (তদন্ত) রিপন গোপ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন