দক্ষিণের মাটির গল্পে নির্মিত ‘দেলুপি’ খুলনায় মুক্তি পাচ্ছে ৭ নভেম্বর

৩ সপ্তাহ আগে
দক্ষিণাঞ্চলের মাটি, মানুষ আর জীবনের গল্প নিয়ে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেলুপি’ আগামী ৭ নভেম্বর খুলনায় মুক্তি পাচ্ছে। মোহাম্মদ তাওকীর ইসলামের পরিচালনায় নির্মিত এই প্রতীক্ষিত চলচ্চিত্রটি ঢাকাসহ সারাদেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হবে ১৪ নভেম্বর থেকে।

সোমবার (৩ নভেম্বর) খুলনা প্রেস ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুক্তির তারিখ ঘোষণা করেন নির্মাতা। এতে উপস্থিত ছিলেন পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম, চিত্রনাট্যকার অমিত রুদ্র, এবং অভিনয়শিল্পী চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, ও জাকির হোসেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা জানান, দক্ষিণের নদী-ভাঙন, জলোচ্ছ্বাস ও যাত্রাশিল্পীদের সংগ্রামের গল্পই ‘দেলুপি’র মূল প্রেরণা।


পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম বলেন, ‘এই অঞ্চলের মানুষ ঝড়, জলোচ্ছ্বাস আর নদীভাঙনের মধ্যেও তারা বাঁচার চেষ্টা চালিয়ে যায়। সেই মানুষদের সংগ্রামই আমাকে এই সিনেমা তৈরিতে অনুপ্রাণিত করেছে। দেলুপি দক্ষিণের জীবনের কথা বললেও এর গল্প আসলে পুরো বাংলাদেশের মানুষের গল্প। মূলত দেলুটি নামের এখানকার একটি ইউনিয়ন থেকে দেলুপি নামকরন করা হয়েছে।’

 

তিনি আরও বলেন, ‘দেলুপি কোনো কাল্পনিক গল্প নয়। এখানে রাজনীতি, প্রেম, পরিবার, সামাজিক টানাপোড়েন—সব মিলেই মানুষের জীবনের বাস্তব প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করেছি। স্থানীয় শিল্পীরা এই অঞ্চলের বাস্তবতা বোঝেন বলেই তারা চরিত্রগুলোর সঙ্গে একাত্ম হতে পেরেছেন।’


চিত্রনাট্যকার অমিত রুদ্র বলেন, “আমরা চাই মানুষ সিনেমা দেখে যেন নিজেদের গল্প চিনে নিতে পারে। দেলুটি ইউনিয়নের বাস্তব ঘটনা, মানুষের কথাবার্তা, তাদের কষ্ট আর হাসি-কান্না সবকিছুই আমাদের লেখায় এসেছে। এটা শুধু একটা সিনেমা নয়, দক্ষিণের মানুষের বেঁচে থাকার দলিল।”

 

আরও পড়ুন: ‘দেলুপি’ মুক্তির তারিখ জানা গেল


অভিনয়শিল্পী চিরনজিৎ বিশ্বাস বলেন, ‘আমরা যখন শুটিং করছিলাম, তখন চারপাশে মানুষজন আমাদের অভিনয়ের দৃশ্য দেখছিল আর হাসছিল, কাঁদছিল। তারা বলেছিল—এই তো আমাদের গল্প।’


অভিনয়শিল্পী অদিতি রায় বলেন, ‘দেলুপি আমার অভিনয় জীবনের সবচেয়ে আবেগঘন কাজ। প্রকৃতির সঙ্গে মানুষের লড়াইয়ের বাস্তব চিত্র আমাদের মন ছুঁয়ে গেছে। আমরা চাই, দর্শকরা হলে গিয়ে এই গল্পটা অনুভব করুন।’


অভিনয়শিল্পী জাকির হোসেন বলেন, ‘নদীভাঙন বা ঝড়ের খবর আমরা প্রায়ই শুনি, কিন্তু সেসবের পেছনে যে মানবিক কষ্ট আর সংগ্রামের গল্প আছে, তা খুব কমই দেখা যায়। দেলুপি সেই অজানা কষ্টের গল্প বলবে।’


সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘দেলুপি সিনেমার ট্রেলার, টিজার ও গান প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। খুলনার বিভিন্ন স্থানে ইতোমধ্যে চলছে সিনেমাটির প্রচারণা পোস্টার টানানো, ওয়ান্ডারল্যান্ড পার্কে প্রচারাভিযান, স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশসহ নানা আয়োজন চলছে। নির্মাতা দল খুলনা শহরের পাশাপাশি পাইকগাছার দেলুটি ইউনিয়নে স্থানীয় প্রিমিয়ার শো আয়োজনের প্রস্তুতিও নিচ্ছে।’

 

আরও পড়ুন: চরকিতে আসছে ইয়াশ-তটিনীর সিনেমা


খুলনার লিবার্টি সিনেমা হলে ৭ নভেম্বর থেকে প্রদর্শিত হবে চলচ্চিত্রটি। এরপর ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে প্রতিদিন চারটি করে বিশেষ শো দেখানো হবে। পাশাপাশি বটিয়াঘাটা, পাইকগাছা, ডুমুরিয়া ও দাকোপ উপজেলাতেও প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।


পরিচালক জানান, “আমরা চাই, দেলুপি শুধু খুলনা নয়, বাংলাদেশের প্রতিটি জেলার মানুষ দেখুক। কারণ এই গল্পে তারা নিজেদেরই খুঁজে পাবে।” আগামী ৫ নভেম্বর দেলুটি ইউনিয়নে প্রিমিয়ার শো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্থানীয়দের অংশগ্রহণে আয়োজিত এই প্রদর্শনীতে শিল্পী ও নির্মাতা দল উপস্থিত থাকবেন।

]]>
সম্পূর্ণ পড়ুন