শনিবার (১১ জানুয়ারি) দুপুরে দেশটির পোর্ট এলিজাবেথ প্রদেশে সাগর পাড়ে ঘুরতে গিয়ে ফেরার পথে নিহত হন আব্দুল আউয়াল সানি নামের এই প্রবাসী বাংলাদেশি। গুরুতর আহত হন সঙ্গে থাকা আরও তিন প্রবাসী বাংলাদেশি।
৩৪ বছর বয়সি যুবক আব্দুল আউয়াল সানির দেশের বাড়ি নরসিংদী জেলায়। সানি জোহানসবার্গের লেনেসিয়া শহরের একজন ব্যবসায়ী। আহতদের হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থা আশংকামুক্ত নয় বলে জানিয়েছেন নিকটাত্মীয়রা।
আরও পড়ুন: দিন বদলে যাচ্ছে সৌদি প্রবাসী বাংলাদেশিদের
প্রবাসী বাংলাদেশি আবু নাঈম জানান, শুক্রবার (১০ জানুয়ারি) জোহানেসবার্গ থেকে পোর্ট এলিজাবেথ শহরে বেড়াতে যান আব্দুল আউয়াল সানি, মামুনুর রশিদ, রাজু আহমেদ ও মোঃ লিটন। ঘুরাঘুরি শেষে ফেরার পথে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের সাথে ধাক্কা খায়।
আবু নাঈম আরও জানান, এতে ঘটনাস্থলেই নিহত হন আব্দুল আউয়াল। গুরুতর আহত হন মামুনুর রশিদ, রাজু আহমেদ ও মোঃ লিটন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে লিটনের অবস্থা আশঙ্কাজনক। তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
]]>