স্থানীয় সময় সোমবার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন সেলিম। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ক্রেতা সেজে দোকানে ঢুকে করে এক সন্ত্রাসী শাহ আলম সেলিমকে গুলি করে পালিয়ে যায়। ব্যবসায়িক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে ৩ রাউন্ড গুলি করে হত্যা
সেলিমের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।