বুধবার (২৬ মার্চ) মাস মনুমেন্টালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে মেসিবিহীন আর্জেন্টিনা। আগামী বিশ্বকাপে জায়গা করে নিতে এই ম্যাচে ১ পয়েন্ট পেলেই চলত বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। কিন্তু পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে তারা।
এই ম্যাচের আগে বলিভিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে উরুগুয়ে। তাতেই দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে গিয়েছিল লিওনেল স্ক্যালোনির দল। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দারুণ জয়ে উপলক্ষ্যটা স্মরণীয় করে রাখল ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজরা।
আরও পড়ুন: মেসিকে ছাড়াই ব্রাজিলকে এক হালি গোল দিল আর্জেন্টিনা
বাছাই পর্বের ১৪ ম্যাচ শেষে ১০ জয় ও ১ ড্রয়ে আর্জেন্টিনার সংগ্রহ ৩১ পয়েন্ট। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে এবার সরাসরি ৬টি দল চূড়ান্ত পর্বে জায়গা পাবে। সপ্তম স্থানে থাকা বলিভিয়ারই শুধু সেরা ছয়ে জায়গা করে নেয়ার সুযোগ ছিল। কিন্তু উরুগুয়ের সঙ্গে ড্র করায় তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট। বাকি ৪ ম্য্যাচের সবগুলোতে জয় পেলে তাদের সংগ্রহ দাঁড়াবে ২৬ পয়েন্ট। ফলে আর্জেন্টিনা তাদের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে।
আগামী বছর অনুষ্ঠিতব্য বিশ্বকাপে দলের সংখ্যা ৩২ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৮ এ। এখন পর্যন্ত মোট ৭টি দল চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে। স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো আগেই জায়গা নিশ্চিত করেছিল। বাকি দলগুলো হলো–আর্জেন্টিনা, জাপান, নিউজিল্যান্ড ও ইরান।
আরও পড়ুন: বিশ্বকাপের দলে জায়গা পাওয়া নিয়ে শঙ্কিত এন্দরিক
ব্রাজিলের বিপক্ষে আজ ঘরের মাঠে ৪ মিনিটের মাথায় হুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ১২ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন এনজো ফার্নান্দেজ। ২৬ মিনিটে একটি গোল শোধ করেন ম্যাথিয়াস কুনিয়া।
প্রথমার্ধের ৩৭ মিনিটে আর্জেন্টিনার হয়ে ব্যবধান বাড়ান আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। এরপর দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে ব্রাজিলের কফিনে শেষ পেরেক মারেন গিউলিয়ানো সিমিওনে।