ম্যাচ জিততে শেষ ওভারে নামিবিয়ার প্রয়োজন ছিল ১১ রান। ব্যাটিংয়ে ছিলেন জ্যান গ্রিন ও রুবেন ট্রাম্পেলমান। প্রোটিয়া অধিনায়ক দোনোভান ফেরেইরা সেই ওভার করার জন্য বল তুলে দিলেন আন্দিলে সিমিলানের হাতে।
ডানহাতি এই পেসারের শর্ট ডেলিভারিতে অফ স্টাম্পের বাইরে গিয়ে লং অনের উপর দিয়ে দারুণ একটি ছক্কা হাঁকান গ্রিন। পরের বলে সিঙ্গেল নিয়ে জয়ের রাস্তাটা আরও সহজ করে দেন তিনি। তখন নামিবিয়ার প্রয়োজন ৪ বলে ৪ রান।
আরও পড়ুন: এনসিএলের ট্রফি খুলনাকে উপহার দিতে চান মিঠুন
সিমিলানের ফুলার লেংথের বলটা কাভারে ঠেলে দিয়ে দুটি রান নেন ট্রাম্পেলমান। পরের বলে আরেকটি সিঙ্গেল নিয়ে স্কোর লেভেল করেন তিনি। শেষ দুই বলে তখন দরকার মাত্র এক রান। পঞ্চম বল থেকে কোনো রান নিতে পারেননি গ্রিন। শেষ বলে মিড উইকেটের উপর দিয়ে বাউন্ডারি মেরে জয় নিশ্চিত করেন এই ব্যাটার।
নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয়বারের মতো শেষ বলে ম্যাচ জিতল নামিবিয়া। এর আগে ২০২২ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষেও শেষ বলে ম্যাচ জিতেছিল তারা। দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে দ্বিতীয়বারের মতো শেষ বলে টি-টোয়েন্টি হার। ২০১৯ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার কাছে শেষ বলে হেরেছিল প্রোটিয়ারা। আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার পর চতুর্থ পূর্ণ সদস্যের দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকাকে টি-টোয়েন্টিতে হারাল নামিবিয়া।
এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা কুইন্টন ডি কক সাজঘরে ফিরেছেন প্রথম ওভারেই। এরপর রিজা হেনড্রিকসও ফেরেন দ্রুতই।
৩০ রানের জুটি গড়েন রুবিন হারম্যান ও লুহান দ্রে প্রিটোরিয়াস। ১৮ বলে ২৩ রান করেন হারম্যান, ২২ বলে সমান সংখ্যক রান করেন প্রিটোরিয়াস। ব্যর্থ হন অধিনায়ক ডোনেভান ফেরেইরা।
আরও পড়ুন: তামিমের বিশ্বাস, ওয়ানডেতে সফলতার রাস্তা খুঁজে বের করবে মিরাজ-সাইফরা
তবে জেসন স্মিথের ব্যাটে লড়াইয়ের পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। ৩০ বলে ইনিংসের ব্যক্তিগত সর্বোচ্চ ৩১ রান করেন তিনি। শেষদিকে জেরাল্ড কোয়েটজি ৬ বলে ১২ ও বিয়ন ফরটুইন অপরাজিত ১৯ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৩৪ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।
নামিবিয়ার হয়ে ৩ উইকেট শিকার করেন রুবেন ট্রাম্পেলম্যান।
রান তাড়ায় ব্যাট করতে নেমে ভালো শুরু পায় নামিবিয়া। ইয়ান ফ্রাইলিঙ্ক আউট হলে ভাঙে ২২ রানের ওপেনিং জুটি। স্টিনক্যাম্প ফেরেন মাত্র ১৩ রান করেই। এরপর ২৩ রানের জুটি গড়েন অধিনায়ক গেরহার্ড এরাসমাস ও লফটি ইটন। ২১ বলে তিন চারে ২১ রান করেন এরাসমাস।
জেজে স্মিট ফেরেন দ্রুতই। এরপর ১৭ রানের জুটি গড়েন মালান ক্রুগার ও গ্রিন। ১৮ রান করা ক্রুগারকে আউট করেন নান্দ্রে বার্গার। এরপর গ্রিনের সাথে অবিচ্ছিন্ন জুটি গড়ে নামিবিয়ার জয় নিশ্চিত করেন রুবেন ট্রাম্পেলম্যান।
২৩ বলে ৩০ রানে অপরাজিত থাকেন গ্রিন।