১. জুলিয়ান ক্যালেন্ডার: প্রাচীন রোমান সাম্রাজ্যের সময় জুলিয়ান ক্যালেন্ডারে ১ জানুয়ারি নতুন বছরের শুরু হিসেবে বিবেচিত হয়। এই দিনটি তৎকালীন রোমানদের দেবতা জানুসের (Janus) জন্য উৎসর্গ করা হয়েছিল। যাকে বলা হতো দ্বিমুখী দেবতা। যার এক মুখ অতীতে এবং অন্য মুখ ভবিষ্যতে।
আরও পড়ুন: বর্ষপূর্তি পালন নিয়ে যা বললেন বায়তুল মোকাররমের খতিব
২. রোমানদের উৎসব: থার্টি ফার্স্ট নাইটের উৎপত্তি রোমানদের সাটার্নালিয়া উৎসবের সঙ্গে জড়িত ধরা হয়, যা রোমান দেবতা স্যাটার্নকে সম্মান জানিয়ে পালিত হতো। তখন এটি এক ধরনের শীতকালীন উৎসব ছিল, যেখানে আনন্দ, ভোজ, এবং উপহার বিনিময়ের মাধ্যমে এ উৎসব উদ্যাপন করা হতো।
এ উৎসবের উভয় তথ্যটিই ইসলাম ও মুসলিমদের ধর্মীয় বিশ্বাসের বিপরীত। কেননা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কোনো দেবতার জন্য কোনো কিছু উৎসর্গ করা ঈমান ও ইসলামের বিপরীত। কোনোভাবেই এধরনের উৎসব পালন করা মুসলিমদের জন্য জায়েজ নেই। আর বর্তমানে থার্টি ফার্স্ট নাইট যেভাবে পালন করা হয় সে পদ্ধতিটিও হারাম।
কেননা সুনানে আবু দাউদ এর হাদিস শরিফে এসেছে, হজরত ইবনে উমার (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে, সে তাদের দলভুক্ত গণ্য হবে। (সুনানে আবু দাউদ)
আর বড়ই পরিতাপের বিষয়, বর্তমানে কোনো আনন্দ বা অনুষ্ঠান মানেই যেন গান-বাজনা ও অশালীন বেহায়াপনার মিলন মেলা। যেগুলোকে হারামই মনে করা হচ্ছে না। অথচ হারামকে হালাল মনে করে ঈমানের পরিপন্থি। হাদিস শরিফে এসেছে:
عَنْ أَبِيْ مَالِكِ الأَشْعَرِىِّ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم لَيَكُوْنَنَّ مِنْ أُمَّتِيْ أَقْوَامٌ يَسْتَحِلُّوْنَ الْحِرَ وَالْحَرِيْرَ وَالْخَمْرَ وَالْمَعَازِفَ
অর্থ: হজরত আবু মালেক আশয়ারী (রা.) থেকে বর্ণিত, রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই অবশ্যই আমার পরে এমন কিছু লোক আসবে যারা যেনা, রেশম, নেশাদার দ্রব্য ও গান-বাজনা বাদ্যযন্ত্রকে (হারাম হওয়া সত্ত্বেও) হালাল মনে করবে। (বুখারি)
আরও পড়ুন: চেহারায় আঘাত নিয়ে ইসলাম কী বলে?
এছাড়া বর্তমানে থার্টি ফার্স্ট নাইট শুধু পালনই করা হয় না রবং সেখানে গান-বাজনা, আতশবাজি, জিনা-ব্যবিচার সহ নানা অপকর্ম অনুষ্ঠিত হয়। এমনকি কখনো কখনো বড় ধরনের দুর্ঘটনাও ঘটে, যা শুধু ধর্মীয় ভাবেই নিষিদ্ধ নয় বরং আকল ও বিবেকবান প্রত্যেকে নাগরিকের দৃষ্টিতে এক ধরনের কাজ অনৈতিক ও নিষিদ্ধ। প্রত্যেকের এধরনের কাজ থেকে বেঁচে থাকা অপরিহার্য। আল্লাহ তাআলার আমাদের সকলকে বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমিন।