নিহতরা হলেন, ভালুকা উপজেলার উথুরা গ্রামের মৃত শামসুল হকের ছেলে আব্দুল মতিন (৪৫) ও অপরজন একই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে হাফিজ উদ্দিন ৫৩)।
পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সামনে ময়মনসিংহগামী লেন দিয়ে উল্টা পথে আসা একটি দ্রুতগতির ট্রাক ও বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মতিন নামে এক যাত্রীর মৃত্যু হয়।
আরও পড়ুন: মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত
খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য অটোরিকশাচালক হাফিজ উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে জরুরি বিভাগে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, ঘাতক ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। সিএনজিচালিত অটোরিকশাটি ত্রিশাল থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
]]>