ত্রিদেশীয় সিরিজ আর টেস্ট খেলতে জিম্বাবুয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড

৩ সপ্তাহ আগে
নিউজিল্যান্ড শেষবার জিম্বাবুয়ে সফর করেছিল ২০১৬ সালে, দক্ষিণ আফ্রিকা এরও দুই বছর আগে। ঘরের মাঠে এ দুদলকে পাওয়ার অপেক্ষা এ বছরই শেষ হচ্ছে সিকান্দার রাজাদের। ত্রিদেশীয় সিরিজ আর দুটি করে টেস্ট খেলতে মোড়ল দুই দেশকে আমন্ত্রণ জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট দিয়ে শুরু হবে জিম্বাবুয়ের দীর্ঘ অপেক্ষার সিরিজ। এরপর নিউজিল্যান্ড-যোগে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টির ত্রিদেশীয় সিরিজ। প্রত্যেকটি দল একে অপরের সঙ্গে দুটি করে টি-টোয়েন্টি খেলবে। শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলবে স্বাগতিক দল। সবগুলো টেস্টই হবে বুলাওয়েতে, আর ত্রিদেশীয় সিরিজ হারারে।


জুনে শুরু হবে ওই সিরিজ। ২৮ জুন মাঠে গড়াবে প্রথম টেস্ট, দ্বিতীয়টি ৬ জুলাই। ১৪ জুলাই থেকে গড়াবে ত্রিদেশীয় সিরিজ, ফাইনাল দিয়ে যা শেষ হবে ২৬ জুলাই। নিউজিল্যান্ডের সঙ্গে দুটি টেস্ট ৩০ জুলাই ও ৭ আগস্ট।


আরও পড়ুন: পিএসএলে খেলার ছাড়পত্র পেলেন রিশাদ-নাহিদ-লিটন


জিম্বাবুয়ে ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর গিভমোর মাকোনি বলেন, ‘আশা করি টেস্ট ও টি-টোয়েন্টির জন্য নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটি দারুণ রোমাঞ্চকর হবে, এটা জিম্বাবুয়েতে খেলাটির উন্নয়নেও ভূমিকা রাখবে। দলগুলোকে আমরা স্বাগত জানাতে চাই।’


ত্রিদেশীয় সিরিজের সূচি

তারিখ                                 ম্যাচ
১৪ জুলাই ২০২৫                  জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা
১৬ জুলাই ২০২৫                 নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা
১৮ জুলাই ২০২৫                 জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড
২০ জুলাই ২০২৫                 জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা
২২ জুলাই ২০২৫                 নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা
২৪ জুলাই ২০২৫                 জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড
২৬ জুলাই ২০২৫                ফাইনাল
 

]]>
সম্পূর্ণ পড়ুন