ওয়েহেনর মাঠ ব্রিটা এরিনায় ৩-২ গোলে জয় পায় বায়ার্ন। প্রথমে বায়ার্ন দুই গোলে এগিয়ে যাওয়ায় পর নাটকীয়ভাবে দুই গোল শোধ করে তৃতীয় বিভাগের ক্লাবটি। তবে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে কেইনের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।
ম্যাচের ১৬তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন কেইন। প্রথম হাফে আর কোনো গোল হয়নি। দ্বিতীয় হাফের ষষ্ঠ মিনিটে মাইকেল অলিসে বায়ার্নকে দ্বিতীয় গোলের স্বাদ দেন।
আরও পড়ুন: কারাবো কাপ থেকে ম্যান ইউনাইটেডকে বিদায় করল ‘চতুর্থ সারি’র ক্লাব
এরপর ঘুরে দাঁড়ায় এসভি ওয়েহেন। ৬৪ থেকে ৭০ মিনিটের মধ্যে জোড়া গোল করে ম্যাচে সমতায় ফেরান ফাতি কায়া। নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বায়ার্ন। ৭৬ মিনিটে পেনাল্টি পায় তারা। তবে কেইনের পেনাল্টি ঠেকিয়ে দেন ওয়েহেনের গোলকিপার। ২০২২ কাতার বিশ্বকাপের পর প্রথম কোনো পেনাল্টিতে গোল করতে পারলেন না কেইন।
তবে সেই কেইনেই শেষ রক্ষা হয় বায়ার্নের। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে জোসিপ স্টানিসিচের ক্রস থেকে হেডে গোল করে বায়ার্নের জয় নিশ্চিত করেন এই ইংলিশ তারকা।