তুরস্কে বিক্ষোভকারীদের কড়া হুঁশিয়ারি দিলেন এরদোয়ান

৩ সপ্তাহ আগে
তুরস্কে জনগণের শান্তি ও আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেয়া হবে না। চলমান বিক্ষোভের মধ্যেই এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। সরকারি কর্মচারীদের প্রতি কোনো সহিংসতা সহ্য করা হবে না বলেও জানান তিনি।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর গ্রেফতারকে ঘিরে বিক্ষোভে উত্তাল তুরস্ক। ছাত্রজনতা থেকে শুরু করে সাধারণ নাগরিক, সবার মাঝেই ছড়িয়ে পড়েছে এ বিক্ষোভের আগুন। তাদের দাবি, রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবেই দুর্নীতির মিথ্যা অভিযোগ এনে তাকে গ্রেফতার করা হয়েছে।

 

তবে, বিক্ষোভের তোয়াক্কা না করেই আন্দোলনকারীদের দিকে হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান। 

 

এক ভাষণে তিনি বলেন, জনগণের শান্তি ও আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেবে না তার সরকার। যেসব ব্যক্তি বিক্ষোভে অংশ নিয়ে সরকারি কর্মচারীদের প্রতি হুমকি বা সহিংসতা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। 

 

আরও পড়ুন: বিক্ষোভ ‘সহিংস আন্দোলনে’ পরিণত হয়েছে: এরদোয়ান

 

তুরস্কের বহু শিক্ষার্থী এই বিক্ষোভে অংশ নিয়েছে, যাদের মধ্যে অনেককে আটকও করা হয়। এ অবস্থায়, আটককৃত বিক্ষোভকারীদের পরিবার উদ্বেগে দিন কাটাচ্ছে।

 

এদিকে, যুক্তরাষ্ট্রও তুরস্কের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন। দেশটির স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রুবিও। 

 

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের শাসনামলে প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে যে সুসম্পর্ক ছিল, তা এবারের মেয়াদেও বজায় রাখতে চায় হোয়াইট হাউস।

]]>
সম্পূর্ণ পড়ুন