ভারতীয় সংবাদমাধ্যম রিপাবলিক ওয়ার্ল্ড’র প্রতিবেদন থেকে জানা যায়, এরইমধ্যে সাধারণ ভারতীয়রা তাদের তুরস্ক ও আজারবাইজান ভ্রমণের পরিকল্পনা বাতিল করেছেন। এদিকে বলিউডের অভিনেতা, শিল্পী, পরিচালক, কলাকুশলীরা বলছেন, বলিউডের কোনো সিনেমার শুটিং সে দুটি দেশে আর তারা করবেন না।
বৃহস্পতিবার (১৫ মে) এআইসিডব্লিউএ-র আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, তুরস্ক ও আজারবাইজানের প্রযোজক, প্রযোজনা সংস্থা, শিল্পী ও কলাকুশলীদের ভারতে নিষিদ্ধ করা হয়েছে। ইতিমধ্যেই তুরস্কের সঙ্গে যে চুক্তি রয়েছে সেগুলো নতুন করে পর্যালোচনা করা হবে। প্রয়োজনে সেগুলো বাতিলও করা হবে।
বিবৃতিতে আরও বলা হয়, কোনও ভারতীয় পরিচালক বা অভিনয়শিল্পী তুরস্ক ও আজারবাইজানের সঙ্গে কাজ করছেন কি না, সে দিকটিও খতিয়ে দেখা হবে। যারা কাজ করবেন, তাদের বিরুদ্ধে নেয়া হবে কড়া পদক্ষেপ।
আরও পড়ুন: ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পর যে ঘোষণা দিলেন বিজয়
এরইমধ্যে ওই দুই দেশের তারকাদের ভিসা বাতিল করার দাবি করেছেন এআইসিডব্লিউএ সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: নতুন প্রেমিকের সঙ্গে সামান্থার ছবি প্রকাশ্যে!
প্রসঙ্গত, ভারত-পাকিস্তান যুদ্ধ প্রসঙ্গে গত ৮ মে তুরস্ক ও আজারবাইজান ঘোষণা দেয় তারা এ পরিস্থিতিতে পাকিস্তানকে সমর্থন করছে। পাশাপাশি ভারতের ‘অপারেশন সিঁদুর’র সমালোচনা করে দুটি দেশ। এরই পরিপ্রেক্ষিতে দুটি দেশকে ভারতে নিষিদ্ধ করে এআইসিডব্লিউএ।
]]>