বুধবার (২২ অক্টোবর ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মসূচিতে রংপুর বিভাগসহ বিভিন্ন অনুষদ ও বিভাগে অধ্যয়নরত শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।
ক্যাম্পাস চত্বর থেকে মশাল মিছিলটি বের করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে শেষ করে।
পরে সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন, কাজী মো. ইসমাঈল হোসেন, শাহারুক ইসলাম, মো. মামুন ইসলাম, কেয়া আক্তার, লিটন আকন্দ ও ফাহাদ ইসলাম।
আরও পড়ুন: জামালপুরে অস্ত্রের মুখে পুকুর থেকে ২০ লাখ টাকার মাছ লুট
সমাবেশে বক্তারা বলেন, তিস্তা অববাহিকার মানুষ বহু বছর ধরে নদীভাঙন, পানির অসম বণ্টন ও কৃষি বিপর্যয়ের শিকার হলেও এখনো তাদের জন্য টেকসই কোনো উদ্যোগ নেয়া হয়নি। শুষ্ক মৌসুমে পানির স্বল্পতা এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে কৃষি কাজ থমকে যায় এবং জীবিকা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে।
আরও পড়ুন: জামালপুরে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
শিক্ষার্থীরা বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন শুধু একটি অবকাঠামোগত উন্নয়ন নয় এটি উত্তরের মানুষের বাঁচার অধিকার, অর্থনৈতিক নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার প্রশ্ন। এজন্য দ্রুত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রীয় অগ্রাধিকার নিশ্চিত করার দাবি জানান তারা।
]]>
৪ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·