গত জুনে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ও ৭৮ রানের হারের পর পর নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন শান্ত। সেই থেকে এই পদটি খালিই পড়ে আছে, বাংলাদেশও আর কোনো টেস্ট খেলেনি। আগামী মাসে এই ফরম্যাটে আবার নামবে আয়ারল্যান্ডের বিপক্ষে। সিলেটে ১১ নভেম্বর হবে প্রথম ম্যাচ, ঢাকায় দ্বিতীয়টি ১৯ নভেম্বর।
কাকে দায়িত্ব দেবে বিসিবি? এ প্রসঙ্গে গতকাল বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছিলেন, ‘আমরা ৩–৪ জনের সঙ্গে কথা বলব। যারা ক্রিকেট অপারেশন্সে আছেন তারা কথা বলবেন, যারা নির্বাচক আছেন, কথা বলবেন এবং কোচিং স্টাফদের মধ্যে যারা উচ্চ পর্যায়ে আছেন তারাও কথা বলবেন। তারা যাকে যোগ্য মনে করবেন সে-ই হবে এমন নয়, যে অধিনায়ক হবে তাকেও রাজি থাকতে হবে। তাদের ইচ্ছাগুলো জানব, সেগুলো ক্যাপ্টেন্সির বেঞ্চমার্কের সঙ্গে মেলে কিনা, বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেব।’
আরও পড়ুন: রশিদ-জাম্পাকে পেছনে ফেলে তিন ম্যাচের সিরিজে রিশাদের রেকর্ড
আজ বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, ৩ থেকে ৪ দিনের মধ্যেই নতুন অধিনায়কের নাম জানানো হবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘৩–৪ দিনের মধ্যেই দেয়া হবে নতুন টেস্ট অধিনায়ক।’
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টটি হবে মুশফিকুর রহিমের শততম টেস্ট। প্রথম বাংলাদেশি হিসেবে মর্যাদাপূর্ণ এই মাইলফলকে পা রাখছেন তিনি। সে উপলক্ষ্যে বিসিবি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবে। ফাহিম বলেন, মুশফিকের শততম টেস্ট ঘিরে পরিকল্পনা চলছে। তাকে সংবর্ধনা দেয়া হবে।

৪ সপ্তাহ আগে
৮







Bengali (BD) ·
English (US) ·