চলতি মাসে কাবুলসহ আফগানিস্তানের বিভিন্ন স্থানে পাকিস্তানের বিমান হামলার জবাবে তালেবান সরকার সীমান্তজুড়ে পাকিস্তানি সামরিক পোস্টে পাল্টা আঘাত হানে। এরপর স্বল্প সময়ের যুদ্ধবিরতি হলেও নতুন করে সংঘর্ষে প্রাণ হারান পাকিস্তানি সেনা ও তালেবান যোদ্ধারা। এমন উত্তপ্ত পরিস্থিতিতে অচল হয়ে পড়ে সীমান্ত।
এরপর তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী ইস্তাম্বুল আলোচনা। যদিও শেষ হয়েছে কোনো ফলাফল ছাড়াই। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সীমান্তে সহিংসতা বন্ধ করা এবং পাকিস্তানি তালেবানের হামলা ঠেকানো। কিন্তু ইসলামাবাদের অভিযোগ, আফগান প্রতিনিধি দল আলোচনা থেকে বারবার সরে গিয়ে মূল ইস্যুকে এড়িয়ে গেছে।
আলোচনা ভেস্তে যাওয়ার পর প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক্সে কড়া হুঁশিয়ারি দেন। বুধবার (২৯ অক্টোবর) তিনি বলেন, ‘ভ্রাতৃপ্রতিম দেশগুলোর অনুরোধে পাকিস্তান শান্তি আলোচনায় অংশ নিয়েছে। কিন্তু কিছু আফগান কর্মকর্তার ছলনাময়ী বক্তব্য স্পষ্টত তালেবান শাসনের কৌশলী ও বিভক্ত মনোভাবের প্রতিফলন।’
আরও পড়ুন: বেলুচিস্তানে পৃথক দুই অভিযানে ১৮ সন্ত্রাসী নিহত, দাবি পাক সেনাবাহিনীর
তিনি আরও বলেন, ‘আমরা অনেক দিন ধরে আপনাদের বিশ্বাসঘাতকতা ও উপহাস সহ্য করেছি, কিন্তু আর নয়। পাকিস্তানের অভ্যন্তরে যেকোনো সন্ত্রাসী হামলা বা কোনো আত্মঘাতী বোমা হামলার দুঃসাহসিক কাজের উপযুক্ত জবাব পাবে। নিজেদের বিপদ ও ধ্বংসের জন্য চাইলে আপনারা আমাদের সংকল্প ও ক্ষমতা পরীক্ষা করতে পারেন।’
খাজা আসিফ আরও বলেন, ‘তালেবানি শাসনকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করতে আমাদের অতি সামান্য সামরিক শক্তিই যথেষ্ট। আমরা তাদের আবারও গুহায় ফিরে যেতে বাধ্য করব। যদি পরিস্থিতি তেমন হয়, তবে তোরা বোরার মতো তাদের পতনের দৃশ্য আবারও দেখা যাবে।’
আরও পড়ুন: তালেবান সরকারকে পাক প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, আফগান পক্ষ ইচ্ছে করেই বিভ্রান্তি তৈরি করেছে। যে কারণে আলোচনা থেকে কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি।
এছাড়া আলোচনার ব্যর্থতায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘও। তবে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, দেশের নাগরিকদের সুরক্ষা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রয়োজনে সীমিত সামরিক অভিযানে যেতে প্রস্তুত তারা।
]]>
                        ৪ দিন আগে
                        ২
                    







                        Bengali (BD)  ·       
                        English (US)  ·