বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) একটি বকুল গাছ লাগিয়ে এবং নামফলক উন্মোচন করে ‘ডিসি উদ্যান’ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, দেশে বনভূমি দিন দিন কমে যাচ্ছে, কিন্তু নতুন বনভূমি সৃষ্টি হচ্ছে না। এ উদ্যানটি ভবিষ্যতে প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিসহ এ অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।
আরও পড়ুন: বরিশালে উদ্বোধনের ৮ বছরেও চালু হয়নি শতকোটি টাকার ওয়াটার প্ল্যান্ট!
এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলার নির্বাহী অফিসার শেখ মো. রাসেল, সহকারী কমিশনার ( ভূমি) আবদুল্লাহ আল আমিন, তালা থানার অফিসার ইনচার্জ, বৈষম্যবিরোধী ছাত্র নেতা, জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয়রা।
কপোতাক্ষ নদের চর ভরাটী কানাইদিয়া মৌজা, আটঘরা মৌজা ও কৃষনকাটি মৌজার ১ নং খাস খতিয়ানের মোট ২২.৫৮ একর জায়গায় এ উদ্যানটি অবস্থিত, যা কিছু দিন আগে সহকারী কমিশনার (ভূমি) প্রভাবশালী ও ভূমি দস্যুদের হাত থেকে দখল উদ্ধার করে। বর্তমানে বিভিন্ন প্রজাতির গাছপালা লাগিয়ে নতুন করে উদ্যানটি সৃজন করা হয়।
]]>