তামিমের নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ নাঈম

১ সপ্তাহে আগে
বিপিএলের সবশেষ আসরে বরিশাল শিরোপা জিতেছিল তামিম ইকবালের নেতৃত্বে। ৪৯২ রান করে হয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক, জিতেছিলেন সেরা ক্রিকেটারের পুরস্কার। ব্যাটিংয়ের পাশাপাশি টুর্নামেন্টে সেরা হওয়ার পেছনে খান সাহেবের নেতৃত্বও ভূমিকা রেখেছিল।

আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বিপিএলের একাদশ আসর। এবারের আসরেও ফরচুন বরিশালকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। স্বাভাবিকভাবেই এবারও তামিমের বরিশালের চোখ শিরোপাতেই থাকবে, এমনটাই জানিয়েছেন দলটির স্পিনার নাঈম হাসান। সেইসঙ্গে প্রশংসা করেছেন তামিমের নেতৃত্বের। 

 

আরও পড়ুন: বিপিএলে নিজেকে প্রমাণ করে আবারও ডাক পেতে চান আলিস

 

এর আগে ২০১১-১২ সালে বরিশালের হয়ে খেলেছন নাঈম হাসান। সেই মৌসুমে দলটির অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। কিন্ত বিপিএলে এবারই প্রথমবার তামিমের অধীনে খেলবেন নাঈম হাসান। গত মৌসুমে তিনি খেলেছেন সিলেটের হয়ে। 

 

তামিমের নেতৃত্বে না খেললেও তার অধিনায়কত্ব সম্পর্কে ভালোই ধারণা আছে নাঈমের। সেই ধারণা থেকে নাঈম বলেছেন, ‘ওনার (তামিম) সঙ্গে আগেও খেলেছি, ওনার অধীনে খেলে অনেক মজা। জাতীয় দলে যখন উনি ছিলেন, তখনও ছিল (মজা)। উনি টিমে থাকলে সব সময় আলাদা সাপোর্ট পাওয়া যায়।’ 

 

আরও পড়ুন: রংপুরে খেলা হচ্ছে না আফগান রহস্য স্পিনারের

 

সর্বশেষ জাতীয় লিগ টি-টোয়েন্টি দিয়ে ৭ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন তামিম। এই টুর্নামেন্টে ৪ ম্যাচ খেলে দুটিতেই হাফ-সেঞ্চুরি করেন। একটিতে খেলেছেন ৯১ রানের দুর্দান্ত ইনিংস। নাঈম বলেন, ‘তামিম ভাই তো আল্লাহর রহমতে ভালো ব্যাটিং করছেন। এনসিএলেও দেখেন, তামিম ভাই চারটা ম্যাচ খেললেন, দুইটা বড় স্কোর করলেন। একটায় অপরাজিত ছিলেন। উনি আল্লাহর রহমতে ভালো অবস্থায় আছেন।’ 

 

এবারও বরিশালের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। নাঈমও চান চ্যাম্পিয়ন হতে। ‘আলহামদুলিল্লাহ, আমাদের দলের পরিবেশ খুবই ভালো। আমরা আগেরবার চ্যাম্পিয়ন হয়েছি, এখন সবাই ওই চিন্তাভাবনায় আছে। দলটাকে যত তাড়াতাড়ি গোছানো যায়। আমরা তো সবাই একসঙ্গে খেলি। আলহামদুলিল্লাহ পরিবেশ খুবই ভালো।’

]]>
সম্পূর্ণ পড়ুন