৬ ফিট ৬ ইঞ্চির দীর্ঘকায় গড়ন। শুধু উচ্চতাতেই নয়, নামেভারে এবারের বিপিএলে সবচেয়ে বড় তারকা শাহিন শাহ আফ্রদিই। অথচ এই মুহূর্তে তার খেলার কথা ছিলো সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চাঙা রাখতে তাকে ছুটি দেয়া হয়েছে টেস্ট ক্রিকেট থেকে। কিন্তু পাকিস্তানের গণমাধ্যমের দাবি, বিশ্রাম নয়, অবাধ্য হওয়ার শাস্তি পাচ্ছেন এই গতি তারকা। তবে আখেরে তাতে লাভ হয়েছে ফরচুন বরিশালের। ঢাকায় আসার ১২ ঘণ্টা না পেরুতেই অনুশীলনে নেমে পড়েছেন শাহীন ।
তামিমের চাওয়াতেই নাকি বরিশাল শিবিরে যোগ দেয়া। মিরপুরে যতক্ষণ ছিলেন সবার আগ্রহ কেড়ে নিয়েছেন পাকিস্তান পেসার। তবে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন ভিন্ন কিছু।
আরও পড়ুন: অবাধ্য হওয়ায় শাস্তি পাচ্ছেন শাহিন আফ্রিদি
শাহিনের ভাষায়, 'আমরা শুধু বিপিএল নিয়েই কথা বলি, অন্য কিছু নয়। হ্যাঁ, গত ২-৩ বছর আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততায় আসতে পারিনি। এ বছর শিডিউল মিলে গেল। তামিম ভাই বলার পর তাই চলে এলাম। অবশ্যই ভালো ক্রিকেট খেলতে চাই।'
প্রথম দিনেই নেটে বল হাতে আগুন ছড়িয়েছেন আফ্রিদি! তবে, বাংলাদেশের পেস বিপ্লবের খবরও জানা তার। তার দলেই আছেন রিপন ,শহিদুল। নাহিদ-তাসকিনদের নিয়েও ঝরল প্রসংশা, 'বাংলাদেশ এখন দারুণ বোলিং ইউনিট। তাসকিন লিডিং বোলার। তরুণ রানা অনেক ভালো করছে। উচ্চতা অনেক, গতিও অনেক। ভবিষ্যতে আরও অনেকেই উঠে আসবে, যারা লাল বলের ক্রিকেটও খেলবে। লাল বলের ক্রিকেট যত খেলবেন তত উন্নতি করবেন।'
আরও পড়ুন: রংপুরকে হারানো কঠিন হবে: মিকি আর্থার
এবারের বিপিএল ভিন্ন এক কারণে বিশেষ শাহিন শাহ আফ্রিদির কাছে। চট্টগ্রামের মেন্টর যে তারই শশুর 'বুম বুম' খ্যাত শহিদ আফ্রিদি। তাইতো শ্বশুর-জামাতার মাঝে দ্বৈরথ দেখার দেখার অপেক্ষা। তবে শ্বশুরের মুখোমুখি হতে না হওয়ায় খুশিই তিনি, 'এখানে আসার আগেও তার সঙ্গে ব্যাডমিন্টন খেলে এসেছি। আমার জন্য ব্যাপারটা ভালো যে উনি খেলছেন না, কারণ মাঠে পরস্পরের মুখোমুখি হবো না। তিনি চট্টগ্রামের মেন্টর। আমি আশা করি বাংলাদেশের তরুণরা তার কাছ থেকে অনেক কিছু শিখবে।'
এখন পর্যন্ত ৫ ম্যাচের জন্য আফ্রিদির সঙ্গে চুক্তি বরিশালের। তবে পরিবর্তিত পরিস্থিতিতে তা বাড়তে পারে ১০ ম্যাচ পর্যন্ত। সংবাদ সম্মেলন শেষ করে চেষ্টা করেছেন দুই একটা বাংলা বলার চেষ্টা।