নিজেদের ভেন্যুতে অনুশীলন করার সুবিধা কেবল রংপুর রাইডার্সেরই রয়েছে। তবে বিপিএলে পেশাদারিত্বের মাইলফলক স্থাপন করেও ক্যাবিনেটে ট্রফি মাত্র একটি। সেটিও এসেছে ৭ বছর আগে মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বে।
শিরোপা না জিতলেও রাইডার্সের জার্সি গায়ে প্রতি মৌসুমেই বিপিএল মাতিয়েছেন বড় বড় তারকারা। তবে এবার কৌশল বদলেছে এই ফ্র্যাঞ্চাইজি। বিদেশি তারকা নয়, এবার রাইডার্সদের আস্থা লোকাল ক্রিকেটারদের ওপর। সম্প্রতি গ্লোবাল সুপার লিগে শিরোপা জিতে আসলেও দলটির এখন মূল মাথাব্যথার কারণ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তবে তাদের ছাড় দেবে না রংপুরও।
এবারের বিপিএলে নিজেদের কৌশল নিয়ে শনিবার (২৮ ডিসেম্বর) রংপুরের কোচ মিকি আর্থার বলেন, 'লিগ জয়ের ক্ষেত্রে ভূমিকা রাখবে লোকাল পারফর্মারদের পারফরম্যান্স। প্রতিটি একাদশে ৭ জন স্থানীয় ক্রিকেটার থাকবে। এটা অবশ্যই আপনাকে সুবিধা দেবে। প্রতিটি দলই ভালো। বরিশাল অসাধারণ দল। ভালো বিদেশি খেলোয়াড়দের সঙ্গে স্থানীয় ক্রিকেটারদের সংমিশ্রণ রয়েছে। বলতে গেলে প্রায় জাতীয় দলই এখানে খেলবে।'
অক্টোবরে রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর দলকে গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতিয়েছেন আর্থার। সোহান-সাইফদের সক্ষমতা ভালোভাবেই জেনে গেছেন এতদিনে। এবার শিষ্যদের কাছে প্রত্যাশা রাখছেন ভালোভাবে পরিকল্পনা বাস্তবায়নের।
আরও পড়ুন: মেলবোর্নে লড়াই জমিয়ে তুলে বুমরাহর বিশ্বরেকর্ড
আর্থার বলেন, 'আমি খেলোয়াড়দের চিনি। তারা যথেষ্ট মেধাবী। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আমাদের হারানো খুব কঠিন হবে। তবে সবার আগে সেরা চারে জায়গা করে নিতে হবে।'
টুর্নামেন্টের শুরুতে সৌম্য সরকারকে পাবে না রাইডার্স। যদিও ওপেনিং স্লট পূরণে আছেন
অ্যালেক্স হেলস, স্টিভেন টেলর এবং সেদিকুল্লাহ আতাল। তবে রংপুরের তুরুপের তাস হতে পারেন আজিজুল হক তামিম। যুব দলের অধিনায়কের পারফরম্যান্সে মুগ্ধ প্রোটিয়া এই কোচ।
আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের
তামিমের প্রসঙ্গে আর্থার বলেন, 'দারুণ, মুগ্ধ হওয়ার মতো ক্রিকেটার (তামিম)। সে অনেক ভালো খেলোয়াড় হবে। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ দেখেছি। সে বল করতে পারে, ব্যাট করতে পারে। খুবই তরুণ। তার অনেক সামর্থ্য আছে ভালো খেলার।'
বিপিএলের সর্বশেষ আসরে কোয়ালিফায়ার পর্বে বাদ পড়েছিল রংপুর। এর আগেরবার গ্রুপ পর্বও পেরোতে পারেনি তারা। নতুন আসরে নতুন শুরুর লক্ষ্য দলটার। আর তা করতে ফাইনালে ওঠার বিকল্প নেই সোহানদের।
]]>