তামিমকে ছাড়িয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার হিসাবে রিয়াদ নিঃসঙ্গ

৪ সপ্তাহ আগে
আগের ম্যাচে তামিম ইকবালকে ধরেছিলেন, আজ গেলেন ছাড়িয়ে। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার হিসাবে মাহমুদউল্লাহ রিয়াদ এখন নিঃসঙ্গ।

সেন্ট কিটসে গুদাকেশ মতিকে লংঅনে উড়িয়ে মেরে তামিমকে ধরেন রিয়াদ। বাংলাদেশের পূর্ণ হয় দুশো (২০৫) রান। ২৫ বলে রিয়াদের নামের পাশে তখন ১৭ রান। দ্বিতীয় ছক্কাটি হাঁকান রোস্টন চেজের ওভারে। লংঅফে বলকে বাউন্ডারি ছাড়া করেন ৩৮ বছর বয়সি ফিনিশার।


২৪৩ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ১০৩ ছক্কা তামিমের। তার চেয়ে ৫ ম্যাচ কম খেলা রিয়াদ আজ হাঁকালেন ১০৫তম ছক্কা। তাদের পাশাপাশিই আছেন মুশফিকুর রহিম। কারো কারো কাছে মিস্টার ডিফেন্ডেবল তকমা পাওয়া মুশি ২৭১ ম্যাচে ১০০ ছক্কা মেরেছেন। পরের নামটি আপনাকে নিশ্চিত অবাক করবে, মাশরাফী বিন মোর্ত্তজা। এই পেস বোলিং অলরাউন্ডার ৬২টি ছক্কা হাঁকিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারে।


আরও পড়ুন: মিরাজের সঙ্গে ১৩৬ রানের জুটির পর বিদায় নিলেন সৌম্য


ছক্কার হিসাবে ছাড়িয়ে গেলেও রিয়াদ চারের হিসাবে তামিমের চেয়ে ঢের পিছিয়ে। ড্যাশিং ওপেনারের ৯২৫ চারের বিপরীতে রিয়াদের চার ৪২০টি। শীর্ষে থাকা তামিমের পর আছেন যথাক্রমে সাকিব আল হাসান (৬৯৯) ও মুশফিকুর রহিম (৬১৭)।


ওয়ানডের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও রিয়াদ বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার অধিকারী। ১৪১ ম্যাচে ৭৭টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তিন ফর‌ম্যাট মিলিয়ে তার ছক্কার সংখ্যা ২০৬টি, চার ৯৪৩টি।

]]>
সম্পূর্ণ পড়ুন