টাইগার পেসার তানজিম হাসান সাকিবকে দলে ভিড়িয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। গতকাল শুরু হওয়া ম্যাচে ওয়ারিয়র্সের জার্সিতে নিজেদের প্রথম ম্যাচে প্রথম ওভারেই সাফল্য পেয়েছেন তানজিম হাসান সাকিব। আর প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে নেমেই পেয়েছেন ২ উইকেট।
প্রোভিডেন্স স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা লাহোর ১৯.২ ওভারে ১২৫ রানে গুটিয়ে যায়। জবাবে ৪ উইকেট হারিয়ে ও ১৩ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় গায়ানা। ১২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেই হোপের অপরাজিত ব্যাটে জয় নিশ্চিত করে গায়ানা। এই ব্যাটার ৪৩ বলে ২টি চার ও সমান ছক্কায় ৪৫ রান করেন। কেমো পল ১৩ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণ হতে পারে ২৯ তারিখ
লাহোরের হয়ে সালমান মির্জা ও আসিফ আফ্রিদি ২টি করে উইকেট পান।
টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে তানজিম-প্রিটোরিয়াসদের তোপের মুখে পড়ে লাহোর। সর্বোচ্চ ৪৫ বলে ৪৮ রান করেন টম অ্যাবেল। এছাড়া অ্যাডাম রসিংটন ২৫ রান করেন। প্রিটোরিয়াস ৪ ওভারে ২১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। তানজিম ৩.২ ওভারে ২০ রানে ২টি উইকেট নেন।