বুধবার (২৩ জুলাই) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনে তারা অবস্থান নেয়। এসময় শিবিরের নেতাকর্মীরা নানা রকম স্লোগান দিতে থাকেন।
কর্মসূচিতে চলাকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল বলেন, ‘আজ রাকসুর নির্বাচন কমিশনের মিটিং চলছে। মিটিং এ যদি রাকসু নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা না করে তাহলে আমাদের এই আন্দোলন আরও কঠোর হবে। প্রয়োজনে প্রশাসন ভবন ঘেরাও করা হবে।’
আরও পড়ুন: কুয়েটে ভিসি নিয়োগসহ সংকট সমাধানের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
ছাত্র শিবিরের শতাধিক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
এদিক, রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর আমজাদ হোসেন বিকেল পাঁচটায় ঘোষণা দেন আগামী ২৮ জুলাই বিকেল তিনটায় রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এদিন বিকেলে রাকসু নির্বাচন নিয়ে আলোচনায় বসেছিলেন শিক্ষকরা।