চট্টগ্রামে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

৯ ঘন্টা আগে
চট্টগ্রামের বাকলিয়ায় একটি প্লাস্টিক কারাখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

শুক্রবার (১৫ আগস্ট) রাত দেড়টায় একটি জুট গোডাউনে আগুন লাগে পরে তা প্লাস্টিক কারখানায় ছড়িয়ে পড়ে। দাহ্য পদার্থ কারখানায় থাকায় দ্রুত আগুনের তীব্রতা বেড়ে যায়।

 

কী কারণে আগুন লেগেছে সে বিষয়ে এখনও ফায়ার সার্ভিস কিছু জানায়নি।

 

আরও পড়ুন: ফ্লাইওভারের নাটবল্টু চুরির সময় ১১ যুবক হাতেনাতে ধরা

 

স্থানীয়রা জানান, জুট গোডাউনে আগুন লাগার পর তা আশেপাশের দোকান ও বসতবাড়িতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রাত ২টার পর আগুনের তীব্রতা অনেক বেশি ছিল। তখন মানুষ দ্রুত ঘর ছাড়তে সক্ষম হন। তবে দিনমজুরদের বসতবাড়ির সব পুড়ে যাওয়ায় তারা নিঃস্ব হয়ে পড়েছেন।

 

তারা আরও জানান, এসব জায়গায় জুট গোডাউন বা প্লাস্টিক কারখানার অনুমোদন না থাকলেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি এর আগেও এখানে আগুন লেগেছিল।

 

]]>
সম্পূর্ণ পড়ুন