রোববার (৪ মে) রাজধানীর শাহবাগ থানায় এ মামলাটি করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
মামলার অন্য আসামিরা হলেন: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ, সহ-সভাপতি সাকিব হাসান সুইম, সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়।
আরও পড়ুন: প্লট জালিয়াতি /শেখ হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে তামিল প্রতিবেদন ১৮ মে
মামলার বাদি রাশেদ খান জানান, কোটা সংস্কার আন্দোলন-২০১৮ সালে ঢাবি উপাচার্যের বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুর ঘটনায় সেসময়কার মিথ্যা মামলার ভুক্তভোগী ও কোটা সংস্কার আন্দোলনের নেতা হিসেবে উপরিউক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়।
আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটামও দেন রাশেদ খান।