সোমবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে কুয়েটে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং অবিলম্বে কুয়েটের ভিসির পদত্যাগের দাবিতে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশ শেষে কুশপুত্তলিকা দাহ করেন তারা।
শিক্ষার্থীরা বলেন, কুয়েট ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ করিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার বিচার না করে সাধারণ শিক্ষার্থীদের বহিষ্কারের ব্যবস্থা করে।
আরও পড়ুন: কুয়েট ইস্যুতে বুয়েট শিক্ষার্থীদের কর্মসূচি ঘোষণা
কুয়েট ভিসি হামলাকারীদের পক্ষ নেন বলেও অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো তদন্ত ছাড়াই সাধারণ শিক্ষার্থীদের নামে করা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।
এ ছাড়া কুয়েট ভিসি দ্রুত পদত্যাগ না করলে আরও কঠিন আন্দেলনের ডাক দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। পরে কুয়েট ভিসির কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা।