ঢাকায় ফ্রি ফায়ার-নারুটোর জমকালো আয়োজন ‘রেড মুন অ্যারেনা’

৫ দিন আগে
ঢাকায় প্রথমবারের মতো বসতে যাচ্ছে ফ্রি ফায়ার-নারুটো শিপুদেনের জমকালো আয়োজন ‘রেড মুন অ্যারেনা’। আগামী ২২ ও ২৩ আগস্ট যমুনা ফিউচার পার্কের ইস্ট কোর্টে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এই মহোৎসব। পুরো অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত এবং বিনামূল্যে প্রবেশ করা যাবে। এ আয়োজনে দর্শক ও ভক্তরা একসঙ্গে পাবেন জনপ্রিয় ব্যাটল রয়্যাল গেম ফ্রি ফায়ার এবং অ্যানিমে নারুটোর রোমাঞ্চকর অভিজ্ঞতা।

আয়োজনে থাকছে নানা ধরনের প্রতিযোগিতা। কাস্টম ব্যাটল রয়্যাল ম্যাচে বিজয়ীরা জিতে নিতে পারবেন ডায়মন্ড। পাশাপাশি বিশেষ ‘লোন উলফ’ ম্যাচে অংশ নিয়ে ঘরে ফেরার সুযোগ থাকবে এক্সক্লুসিভ নারুটো–ফ্রি ফায়ার সামগ্রী নিয়ে। এছাড়া ক্ল্যাশ স্কোয়াড প্রতিযোগিতায় দেশের জনপ্রিয় কনটেন্ট নির্মাতাদের (ক্রিয়েটর) বিপক্ষে খেলে জেতা যাবে ডায়মন্ড ও বিশেষ পুরস্কার।

 

সবচেয়ে বড় আকর্ষণ থাকছে ইনফ্লুয়েন্সারদের প্রদর্শনী ম্যাচ। দুই বনাম দুই ‘লোন উলফ ব্যাটল’-এ মুখোমুখি হবেন বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্রি ফায়ার কনটেন্ট নির্মাতারা। এ তালিকায় রয়েছেন গেমিং উইথ তালহা, ক্রুল গেমিং, মুশফিক গেমিং, দিবস গেমিং, ইউএফবি শাকিব, রোস্টেড গেমিং, ফাইট টু কিল ও রক্সম্যান গেমিং।

 

আরও পড়ুন: শুরু হয়েছে ‘জুলাই স্মৃতি ডিএনসিসি কাপ ২০২৫’-এর রেজিস্ট্রেশন

 

শুধু খেলা নয়, দর্শকদের জন্য থাকছে বিশেষ আকর্ষণীয় ফটোবুথ। আকাতসুকির সঙ্গে ছবি তোলার সুযোগ কিংবা উচিহা হাইডআউট থ্রোনে বসে স্মৃতি ধরে রাখার ব্যবস্থা থাকছে সবার জন্য।

 

]]>
সম্পূর্ণ পড়ুন