বুধবার (২৭ আগস্ট) বিকেল ৫টার দিকে নগরীর দুই নম্বর গেইট এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
প্রথমে দুই নম্বর গেইট এলাকায় জড়ো হয়ে শিক্ষার্থীরা কোটা বিরোধী নানা স্লোগান দেন। কিছুক্ষণ পর তাদের সঙ্গে যোগ দেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভে অংশ নেন।
আরও পড়ুন: কমিটি প্রত্যাখ্যান, নতুন ৫ দাবি জানালেন প্রকৌশল শিক্ষার্থীরা
একপর্যায়ে শিক্ষার্থীরা সড়কে বসে পড়ে রাস্তা অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
]]>