ঢাকায় আসছেন পাকিস্তানি সংগীতশিল্পী আলী আজমত

৪ সপ্তাহ আগে
দীর্ঘ ছয় বছর পর ফের ঢাকার মঞ্চে গান গাইবেন পাকিস্তানি রক সংগীতশিল্পী আলী আজমত। খুব শিগগিরই ঢাকায় আসছেন তিনি।

আলী আজমাত পাকিস্তানের ‘জুনুন’ ব্যান্ডের অন্যতম সদস্য। ১৯৯১ সাল থেকে ২০০৫ পর্যন্ত এ ব্যান্ডে গান গেয়ে তারকা খ্যাতি পান তিনি। পরিচিত হয়ে ওঠেন ‘দ্য ভয়েজ অব জুনুন’ নামে।

 

২০০৬ সালে ‘সোশ্যাল সার্কাস’ নামের নতুন একটি ব্যান্ড গড়ে তোলেন। দেশ-বিদেশের বিভিন্ন স্থানে পারফর্ম করেন। ২০১৯ সালের ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টে সর্বশেষ পারফর্ম করেছিলেন আলী আজমত।

 

জানা যায়, আবারও ঢাকায় সুরের জাদু ছড়াতে আসছেন আলী আজমত। ঈদুল ফিতরের পরই ঢাকার মঞ্চে দেখা যাবে তাকে।

 

‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্টে দেখা যাবে পাকিস্তানের এ শিল্পীকে। এবারের কনসার্টটি আয়োজন করেছে ‘অ্যাসেন বাজ’।

 

আরও পড়ুন: ১১ এপ্রিল পাকিস্তানি গায়ক মুস্তফা জাহিদের কনসার্ট

 

কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। ঈদ-উল-ফিতরের আগে টিকিট কিনলে ভক্তরা পাচ্ছেন বিশেষ ডিসকাউন্ট; এমনটাই বলছেন আয়োজকরা।

 

আরও পড়ুন: মধ্যরাতে স্ট্রোক করলেন এঞ্জেল নূর!

 

আগামী ২ মে অনুষ্ঠিত হবে জমকালো এ গানের আসর। ঢাকার ইউনাইটেড কনভেনশনে সেন্টারে অনুষ্ঠিত হবে ‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’শিরোনামের কনসার্টটি।

]]>
সম্পূর্ণ পড়ুন