এ তালিকায় যেমন অভিজ্ঞ ও পরীক্ষিত মুখগুলো স্থান পেয়েছে, তেমনি নতুন প্রজন্মের নেতাদের ওপরও আস্থা রেখেছে দল।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজধানী ও এর আশপাশের এই আসনগুলোতে হেভিওয়েট নেতা ও তারুণ্যের মিশেলে সাজানো হয়েছে বিএনপির নির্বাচনী বোর্ড, যা ইঙ্গিত দিচ্ছে তারা ভোটের লড়াইয়ে প্রত্যাবর্তন ও বিজয়ের বার্তা দিতে মরিয়া।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ২৩৭টি সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, যেসব আসনে প্রার্থী দেয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে।
বিএনপির হাইকমান্ড সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকার ২০টি সংসদীয় আসনে মনোনয়ন পাওয়ার জন্য বিএনপির অর্ধশতাধিক প্রার্থী মাঠে ছিলেন। দীর্ঘদিন ধরে তারা ব্যাপক তৎপরতাও চালান। তবে জনমত জরিপে যিনি এগিয়ে আছেন তাকেই মনোনয়ন দেয়া হয়েছে।
আরও পড়ুন: কোন কোন আসনে লড়বেন বিএনপির হেভিওয়েট প্রার্থীরা
ঢাকার ২০টি আসনের যে ১৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে:
ঢাকা-১ আসন
দোহার ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি ও দোহার উপজেলার সাবেক চেয়ারম্যান খন্দকার আবু আশফাক।
ঢাকা-২ আসন
কামরাঙ্গীরচর ও হাজারীবাগ থানা, সাভার উপজেলার আমিনবাজার, তেঁতুলঝোড়া ও ভাকুর্তা ইউনিয়ন, কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর, কলাতিয়া, তারানগর, শাক্তা, রোহিতপুর, বাস্তা, কালিন্দী এবং আগানগর ইউনিয়ন নিয়ে আসনটি গঠিত। এই আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান।
ঢাকা-৩ আসন
আসনটি কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা, আগানগর, তেঘরিয়া, কোন্ডা ও শুভাঢ্যা–এই পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে মনোনয়ন পেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
ঢাকা-৪ আসন
আসনটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪ নম্বর ওয়ার্ড এবং শ্যামপুর থানা নিয়ে গঠিত। এই আসনে মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।
ঢাকা-৫ আসন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮, ৪৯, ৫০, ৬০, ৬১, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনে মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী।
ঢাকা-৬ আসন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেন।
ঢাকা-৭ আসন
বংশালের একাংশ, কোতোয়ালির একাংশ, চকবাজার, লালবাগ, হাজারীবাগ ও ধানমন্ডির একাংশ নিয়ে আসনটি গঠিত। এই আসনে কাউকে মনোনয়ন দেয়া হয়নি।
ঢাকা-৮ আসন
মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে আসনটি গঠিত। এই আসনে মনোনয়ন পেয়েছেন দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস।
আরও পড়ুন: ২৩৭ আসনের প্রার্থী ঘোষণা, বাকিগুলোর ব্যাপারে যে বার্তা দিলেন ফখরুল
ঢাকা-৯ আসন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬, ০৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড নিয়ে আসনটি গঠিত। তবে এ আসনে কাউকে মনোনয়ন দেয়া হয়নি।
ঢাকা-১০ আসন
আসনটি ঢাকা শহরের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ২২ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এ আসনে কাউকে মনোনয়ন দেয়া হয়নি।
ঢাকা-১১ আসন
বাড্ডা, ভাটারা, রামপুরা ও হাতিরঝিল থানার একাংশ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১, ২২, ২৩,৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড নিয়ে আসনটি গঠিত। এই আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম।
ঢাকা-১২ আসন
আসনটি ঢাকা শহরের ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪, ২৫, ২৬, ২৭, ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব।
ঢাকা-১৩ আসন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২. ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড নিয়ে আসনটি গঠিত। এ আসনে কাউকে মনোনয়ন দেয়া হয়নি।
ঢাকা-১৪ আসন
আসনটি সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ০৭, ০৮, ০৯, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনে মনোনয়ন পেয়েছেন ‘মায়ের ডাক’খ্যাত সানজিদা তুলি।
ঢাকা-১৫ আসন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ০৪, ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ড নিয়ে আসনটি গঠিত। এই আসনে মনোনয়ন পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান।
ঢাকা-১৬ আসন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২, ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনে মনোনয়ন পেয়েছেন ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
ঢাকা-১৭ আসন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানার ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে আসনটি গঠিত। এই আসনে কাউকে মনোনয়ন দেয়া হয়নি।
ঢাকা-১৮ আসন
আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর ১, ১৭, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩ ও ৫৪ নিয়ে গঠিত। এই আসনে কাউকে মনোনয়ন দেয়া হয়নি।
ঢাকা-১৯ আসন
সাভার উপজেলার শিমুলিয়া, ধামসোনা, পাথালিয়া, ইয়ারপুর, আশুলিয়া, বিরুলিয়া, বনগাঁও ইউনিয়ন এবং সাভার ইউনিয়ন ও সাভার পৌরসভা নিয়ে আসনটি গঠিত। এই আসনে মনোনয়ন পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন।
ঢাকা-২০ আসন
আসনটি ধামরাই উপজেলা নিয়ে গঠিত। এই আসনে কাউকে মনোনয়ন দেয়া হয়নি।
প্রার্থীর নাম ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা এ বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে এ বৈঠক হয়।
]]>
৩ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·