আগামী ঢাকা প্রিমিয়ার ডিভিশন, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ এবং তৃতীয় বিভাগ কোয়ালিফাইং লিগ থেকে এই শর্ত কার্যকর হবে। সোমবার (৩ নভেম্বর) বিসিবির বোর্ড মিটিংয়ের পর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
নতুন শর্ত অনুযায়ী,
১. লিগ শুরুর পর কোনো দল সম্পূর্ণ বা আংশিকভাবে টুর্নামেন্টে অংশগ্রহণে ব্যর্থ হলে বা নিজেদের প্রত্যাহার করে নিলে ওই দল টুর্নামেন্ট থেকে বাতিল হবে এবং নিম্ন বিভাগে নেমে যাবে। একবার টুর্নামেন্টের কোনো ম্যাচ না খেললে আর ফেরত আসারও কোনো সুযোগ থাকবে না।
২. উপরোক্ত নিয়ম ভঙ্গের কারণে কোনো দল যদি বাস পড়ে যায়, টুর্নামেন্টে ওই দলের খেলা আগের ম্যাচগুলোতে যে ফলাফলই আসুক না কেন পয়েন্ট পাবে প্রতিপক্ষ দল।
আরও পড়ুন: পিসিবি চেয়ারম্যানকে ভারতের হুমকি–৩ নভেম্বরের মধ্যে ট্রফি না পেলে...
৩. নিয়ম ভেঙে বাদ পড়া ওই দলের সঙ্গে সূচিতে যাদের ম্যাচ থাকবে, তারা ম্যাচ না খেলেই স্বয়ংক্রিয়ভাবে ওই পয়েন্ট পেয়ে যাবে।
৪. তবে লিগ শুরুর আগেই যেসব দল আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রত্যাহার করে নেবেন, তাদের ক্ষেত্রে আবার এই নিয়ম প্রযোজ্য হবে না।
৫. যদি এই শর্তের কারণে দুই বা ততোধিক দল অবনমিত হয়, তবে ওই মৌসুমের রেলিগেশন লিগ হবে না।
৬. এই শর্তের অধীনে, ২০২৬-২৭ মৌসুমের লিগে কতগুলো দলের প্রমোশন হবে সেটা নির্ধারণ করা হবে ২০২৫-২৬ মৌসুমের অবনমিত দলের সংখ্যার ওপর ভিত্তি করে।

৩ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·