ঢাকার পুঁজিবাজারে বাজার মূলধন বাড়ল আরও ৯৫৫ কোটি টাকা

২ সপ্তাহ আগে
সূচকের উত্থান-পতনের মধ্যদিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৯৫৫ কোটি টাকা।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে তথ্যটি জানা যায়।

 

ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই)

 

সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ০.১৪ শতাংশ বা ৯৫৫ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬০ হাজার ১৬০ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৫৯ হাজার ২০৫ কোটি টাকা।

 

আরও পড়ুন: বেক্সিমকোর তিন কোম্পানিতে বিশেষ নীরিক্ষা চালাবে বিএসইসি

 

তবে চলতি সপ্তাহে কমেছে ডিএসইর সবকটি সূচক। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৩৭.১২ পয়েন্ট বা ০.৭১ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ১১.০২ পয়েন্ট বা ০.৫৭ শতাংশ। আর ডিএসইএস সূচক কমেছে ০.৭২ পয়েন্ট বা ০.০৬ শতাংশ।

 

সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ১৭৪ কোটি ১৫ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল  ১ হাজার ৪৯২ কোটি ২৯ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ৩১৮ কোটি ১৪ লাখ টাকা।

 

এদিকে, প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৭৯ কোটি ৫৪ লাখ টাকা বা ২১.৩২ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ২৯৩ কোটি ৫৩ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৩৭৩ কোটি ০৭ লাখ টাকা।

 

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০১টি কোম্পানির, কমেছে ২৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ারের দাম।

 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

 

এদিকে, সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ০.৬০ শতাংশ ও ০.৫৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪৪৩৫.৪৫ পয়েন্টে ও ৮৭৯৩.৯৫ পয়েন্টে।

 

আরও পড়ুন: বিডি ফাইন্যান্সের শেয়ারে কারসাজি: ৭০ কোটি টাকা জরিমানা

 

এছাড়া, সিএসআই সূচক ০.৬৪ শতাংশ ও সিএসই-৩০ সূচক ১.২৮ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৯২৯.০৪ পয়েন্টে ও ১১৮৬৯.২২ পয়েন্টে। আর সিএসই-৫০ সূচক কমেছে ০.৪১ শতাংশ। সূচকটি অবস্থান করছে ১১০৬.৯১ পয়েন্টে।

 

চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ৩৮৮ কোটি ১৭ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ৪৫ কোটি ৮৮ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন বেড়েছে ৩৪২ কোটি ২৯ লাখ টাকা।

 

সপ্তাহজুড়ে সিএসইতে ২৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮৪টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির কোম্পানির শেয়ার দর।

]]>
সম্পূর্ণ পড়ুন