ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কুয়েটে বিক্ষোভ

২ সপ্তাহ আগে
ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলা, সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস নিক্ষেপ, লাঠিচার্জের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ করছে কুয়েটের শিক্ষার্থীরা।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটক থেকে বের হয়ে এসে ফুলবাড়িগেট মোড়ে সড়ক অবরোধ করে। এসময় তারা দাবি আদায়ে নানা স্লোগান দিতে থাকেন। 


প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় ৮ সদস্যের কমিটি গঠন

এর আগে বুধবার সকালে প্রকৌশলের শিক্ষার্থীদের পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে তিন দফা দাবি আদায়ে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করে। পরে দুপুর দেড়টার দিকে তাদের দাবি আদায়ে যমুনা অভিমুখে পদযাত্রায় বাধা দেয় পুলিশ। এসময় পুলিশ সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট নিক্ষেপ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকজন পুলিশ সদস্য ও শিক্ষার্থী আহত হন।


আন্দোলনরত বুয়েটসহ প্রকৌশল শিক্ষার্থীরা এবার ৫ দফা দাবি জানিয়েছে। তারা জানান—সরকারের স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টা শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে এসে তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

]]>
সম্পূর্ণ পড়ুন