বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে বিজিবি-৫৫ ব্যাটালিয়ন থেকে এ তথ্য জানানো হয়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে দুই হাজার ৩২৫ কেজি জিরা ও ৪৮ হাজার ৯০২ পিস বিভিন্ন প্রকার উন্নতমানের কসমেটিকস।
ব্যাটালিয়নের অধিনায়ক মেজর এবিএম শাহরিয়ার সুমন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি-৫৫ ব্যাটালিয়নের বিশেষ টহল গত বুধবার (২৫ ডিসেম্বর) রাতে জেলার মাধবপুর উপজেলার জগদীশপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করে। তখন মহাসড়কে সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান রেখে চালক পালিয়ে যান। পরে বিজিবি গাড়িটি থেকে দুই হাজার ৩২৫ কেজি জিরা ও ৪৮ হাজার ৯০২ পিস বিভিন্ন প্রকার উন্নতমানের কসমেটিকস জব্দ করে।
আরও পড়ুন: ওপারে ধোঁয়ার কুণ্ডলী, এপারে সতর্ক বিজিবি
তিনি আরও জানান, ভারত থেকে অবৈধ উপায়ে বাংলাদেশে আনা এসব পণ্যের বাজার মূল্য এক কোটি ১৪ লাখ ৪০ হাজার টাকা। মামলা দায়েরের পর পণ্যগুলো কাস্টমসে হস্তান্তর করা হবে।
]]>