নিহতরা হলেন, ফেনী জেলার বাসিন্দা জিসান কবির টিপুর স্ত্রী সাদিয়া কবির (৩৭) এবং তাদের ১০ মাস বয়সী কন্যা তাজরিয়া কবির পিয়ম।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় দ্রুতগতিতে চলার সময় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এসময় আরও কয়েকজন আহত হন।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় আহত চবি ছাত্রদল নেতার মৃত্যু
খবর পেয়ে গোড়াই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ পুলিশের হেফাজতে রেয়েছে।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ৪ ঘণ্টা আগে লিখেছিলেন ‘সাদা কাপড়, মাটির ঘর ’
দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে স্বাভাবিক হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

২ সপ্তাহ আগে
৩








Bengali (BD) ·
English (US) ·