ডোমিনিকান প্রজাতন্ত্রে নাইটক্লাবে ছাদধসের ঘটনায় মৃত্যু ২২১

১ সপ্তাহে আগে
ক্যারিবীয় দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রে নাইটক্লাবে ছাদধসের ভয়াবহ ঘটনায় ২২১ জনের মৃত্যু হয়েছে। দেশটির সরকারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সময় গত মঙ্গলবার (৮ এপ্রিল) মধ্যরাতের কিছু পর ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো ডোমিঙ্গোয় জেট সেট নামে নাইটক্লাবে ছাদধসের ঘটনা ঘটে। ওই সময় জনপ্রিয় মেরেঙ্গু গায়ক রুবি পেরেজের কনসার্ট চলছিল।

 

পাঁচদিন পর গত শুক্রবার (১১ এপ্রিল) এ দুর্ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। তবে প্রতিবেদনে দুর্ঘটনার কারণ স্পষ্ট করা হয়নি। জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি দল কাঠামোগত ব্যর্থতার তদন্ত চালিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।

 

দুর্ঘটনার পর ৪ হাজার ৫০০ জনেরও বেশি জরুরি উদ্ধারকর্মীকে ঘটনাস্থলে উদ্ধার অভিযানে নামানো হয়। তারা জীবিতদের সন্ধান, মৃতদেহ উদ্ধার ও পরিবারগুলোকে সহায়তা করার জন্য প্রায় ৫৯ ঘন্টা ধরে কাজ করেন।

 

আরও পড়ুন: কানাডায় ছুরি হামলায় ভারতীয় নাগরিক নিহত

 

জাতীয় স্বাস্থ্য পরিষেবা জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে মোট ১৮৯ জনকে উদ্ধার করা হয়েছে এবং ১৭ জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন।জরুরি অপারেশন সেন্টার (সিওই) জানিয়েছে, অনুষ্ঠানস্থলটি পূর্ণ ধারণক্ষমতায় ছিল। যদিও উপস্থিতদের সঠিক সংখ্যা এবং ধসের কারণ তদন্তাধীন রয়েছে।

 

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ধ্বংসস্তূপে আটকেপড়াদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবুও তাদের দ্রুত উদ্ধারে আপ্রাণ চেষ্টা চলছে। জরুরি কার্যক্রম পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্ডেজ হোক জীবিত বা মৃত; আমরা কাউকে ধ্বংসস্তূপে রেখে ঘটনাস্থল ত্যাগ করব না। আমাদের উদ্ধার অভিযান চলছে।

 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরনো সম্পর্ক শেষ, বললেন কানাডার প্রধানমন্ত্রী

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন