কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের দুটি ইউনিটের সদস্যরা ওই ডোবা থেকে মাথার খুলি, বেশকিছু হাড়গোড় উদ্ধার করে। তবে এসব স্থানীয় কোনো নিখোঁজ কিংবা অন্য কোথাও থেকে এনে ফেলে রাখা হয়েছে কি না। তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে পরিচয় শনাক্তের জন্য মানুষের শরীরের অংশবিশেষ এর ডিএনএ ও ফরেনসিক পরীক্ষা করা হবে।
এদিকে, গত তিন মাস আগে ওই বাড়ির প্রবাসী আব্দুল কাদেরের ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া সন্তান সাকিব (১২) নিখোঁজ হয়। তারপর থেকে শিশুটির সন্ধান মিলছে না। ওই শিশু নিখোঁজ হওয়ার পর অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা মুঠোফোনে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পুলিশ এখন সেই বিষয়ও তদন্ত করছে।
আরও পড়ুন: চট্টগ্রামে টয়লেট থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
কনিখোঁজ সাকিবের বাবা দাবি করছেন, উদ্ধার হওয়া শরীরের অংশবিশেষ তার সন্তানের। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নেওয়ার দাবিও করেন তিনি।
মাথার খুলি ও বেশকিছু হাড়গোড় উদ্ধারের ঘটনায় কচুয়া থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

২ দিন আগে
১






Bengali (BD) ·
English (US) ·